আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ চেন্নাইয়ের চিপকে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। রোহিত শর্মা ও লোকেশ রাহুল দুজনেই নিজেদের দলকে জয়ের সরণিতে ফেরাতে বদ্ধপরিকর। দুই দলের খেলাতেই এবার ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। যদিও দলের ভারসাম্য, বর্তমান ফর্ম ও পারস্পরিক সাক্ষাতে অবশ্য এগিয়েই শুরু করবেন রোহিত শর্মারা। পয়েন্ট তালিকায় মুম্বই রয়েছে চারে, পাঞ্জাব সাতে। তবে চারটি ম্যাচ খেলে পাঞ্জাবের চেয়ে একটি ম্যাচেই বেশি জয় পেয়েছে মুম্বই। আইপিএলে দুই দল পরস্পরের বিরুদ্ধে ২৬টি ম্যাচ খেলেছে। ১৪টিতে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১২টি জিতেছে পাঞ্জাব। গত বছর প্রথম সাক্ষাতে মুম্বই জিতলেও দ্বিতীয় সাক্ষাতে পাঞ্জাব জিতেছিল সুপার ওভারে।
Aiming to end the Chennai leg with a 𝐌𝐈ghty win 💥💪#SaddaPunjab #PunjabKings #IPL2021 #PBKSvMI pic.twitter.com/K0CYzJO3DR
— Punjab Kings (@PunjabKingsIPL) April 23, 2021
Step by step 🙌 Day by day 💪 Match by match 👊
— Mumbai Indians (@mipaltan) April 23, 2021
We march together 💙#OneFamily #MumbaiIndians #KhelTakaTak #IPL2021 #PBKSvMI pic.twitter.com/Ye83a7HIhZ