LIVE

IPL Highlights: জয়ের লক্ষ্যে পাঞ্জাব-মুম্বইয়ের জোর টক্কর, পরিসংখ্যানে এগিয়ে রোহিতরাই

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ চেন্নাইয়ের চিপকে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। রোহিত শর্মা ও লোকেশ রাহুল দুজনেই নিজেদের দলকে জয়ের সরণিতে ফেরাতে বদ্ধপরিকর। দুই দলের খেলাতেই এবার ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। যদিও দলের ভারসাম্য, বর্তমান ফর্ম ও পারস্পরিক সাক্ষাতে অবশ্য এগিয়েই শুরু করবেন রোহিত শর্মারা। পয়েন্ট তালিকায় মুম্বই রয়েছে চারে, পাঞ্জাব সাতে। তবে চারটি ম্যাচ খেলে পাঞ্জাবের চেয়ে একটি ম্যাচেই বেশি জয় পেয়েছে মুম্বই। আইপিএলে দুই দল পরস্পরের বিরুদ্ধে ২৬টি ম্যাচ খেলেছে। ১৪টিতে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১২টি জিতেছে পাঞ্জাব। গত বছর প্রথম সাক্ষাতে মুম্বই জিতলেও দ্বিতীয় সাক্ষাতে পাঞ্জাব জিতেছিল সুপার ওভারে।

Newest First Oldest First
5:35 PM, 23 Apr
২৬ এপ্রিল আমেদাবাদে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগে চেন্নাইয়ে নিজেদের শেষ ম্যাচে জয় ছিনিয়ে নিতে মরিয়া লোকেশ রাহুলের পাঞ্জাব কিংস
5:32 PM, 23 Apr
জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মুম্বই ইন্ডিয়ান্স শিবির
5:28 PM, 23 Apr
আইপিএলে আজ চারে থাকা মুম্বইয়ের সঙ্গে সাতে থাকা পাঞ্জাব কিংসের দ্বৈরথ