কোভিশিল্ডের কাছেই হার মানবে ঘাতক ডাবল মিউট্যান্ট ? কী বলছে নয়া গবেষণা

বাংলা পাশাপাশি বর্তমানে দেশের ১০ রাজ্যে চোখ রাঙাচ্ছে করোনার ডাবল স্ট্রেন। সংক্রমণের গতির পাশাপাশি মারণ ক্ষমতাতেও এর জুড়ি মেলা ভার। এদিকে ইতিমধ্যেই ডাবল মিউট্যান্টের আতঙ্কের মধ্যেই চিন্তা বাড়াতে শুরু করেছে ট্রিপল মিউট্যান্ট। যদিও তার আগেই সুখবর শোনাচ্ছে ভারতের সেলুলার এবং আণবিক জীববিজ্ঞান কেন্দ্র বা সিসিএমবি।

সুখবর দিচ্ছে সিসিএমবি

কোভ্যাক্সিন নিয়ে আইসিএমআরের সুখরের পর তাদেরও দাবি করোনার বি.১.৬১৭ স্ট্রেনের বিরুদ্ধে শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ ভাবে সক্ষম কোভিশিল্ড। আর তাতেই নতুন করে আশায় বুক বাঁধছেন বিজ্ঞানীরা। বুধবার আইসিএমআরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারত বায়োটেকের তৈরি করা কোভ্যাক্সিন SARS-CoV-2 ভাইরাসের বিভিন্ন ধরণের স্ট্রেন প্রতিরোধের ক্ষমতা রাখে৷

দ্বিতীয় ঢেউ আটকাবে কোভিশিল্ডেই ?

গবেষকদের দাবি একই কাজ সুনিপুন ভাবে করতে সক্ষম কোভ্যাক্সিন। এদিকে দেশে নতুন করে সংক্রমণের পিছনে এতদিন ডাবল মিউট্যান্টকেই দায়ী মনে করা হচ্ছিল। কিন্তু এরইমধ্যে তিনবার রূপ বদলে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে এই মারণ ভাইরাস। বর্তমানে দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে এই টিকা বিশেষভাবে কার্যকরী বলেও দাবি করছেন চিকিৎসকেরা।

শক্তি বাড়াচ্ছে ট্রিপল মিউট্যান্ট

এদিকে ডাবল মিউট্যান্টের সাথে সাথেই ট্রিপল মিউট্যান্ট আরও শক্তিশালী বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়েছে এই মিউট্যান্ট। আর সেই রাজ্যগুলির মধ্যে প্রথমেই এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। অনেই আবার এই নয়া স্ট্রেনকে বেঙ্গল স্ট্রেন বলেও ডাকা শুরু করেছেন। তবে এই নতুন স্ট্রেনের বিরুদ্ধে কোভিশিল্ড কতটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম সেই বিষয়ে এখনও সব্দিহান অনেকে।

কোভিশিল্ডের নতুন দাম ঘোষমা সিরামের

এদিকে আগামী ১ মে থেকে টিকাকরণে গতি বাড়াতে চলেছে কেন্দ্র। ১৮ বছরের উর্ধে সকলেই নতুন মাস থেকে টিকাকরণের আওতায় নিয়ে আসা হবে বলেও জানানো হয়েছে।এদিকে এরই মাঝে কোভিশিল্ডের নতুন দাম ঘোষণা করেছে সিরাম। এখন থেকে তারা রাজ্যগুলিকে প্রতি ডোজ কোভিশিল্ড টিকা বিক্রি করবে ৪০০ টাকায়। কেন্দ্র অবশ্য প্রতি ডোজ টিকা পাবে আগের নির্ধারিত মূল্য অর্থাৎ ১৫০ টাকাতেই। অন্য দিকে বেসরকারি হাসপাতালগুলিকে প্রতি ডোজ টিকা কিনতে হবে ৬০০ টাকায়।

চূড়ান্ত করোনা অবহেই ভয় ধরাচ্ছে মারাত্মক অ্যাভিয়ান বার্ড ফ্লু!