চলতি আইপিএলে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেললেও মাত্র একটিতে জয় হাসিল করেছে সানরাইজার্স হায়দরাবাদ। একে তো টিম কম্বিনেশন সাজাতে নাজেহাল হতে হচ্ছে ডেভিড ওয়ার্নার শিবিরকে, তার মধ্যে চোটের কারণে দলের তারকা ফাস্ট বোলারের ছিটকে যাওয়া যে তাঁদের কাছে বড় ধাক্কা, তা আর বলার অপেক্ষা রাখে না। হায়দরাবাদ শিবিরে যে টি নটরাজনের অভাব অনুভূত হবে, তা মেনে নিচ্ছেন ক্রিকেট প্রেমীরা।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলে ২ উইকেট নিয়েছেন টি নটরাজন। দ্বিতীয় ম্যাচ খেলার সময় হাঁটুতে চোট পান ৩০ বছরের ফাস্ট বোলার। যে কারণে চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের শেষ দুটি ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে টি নটরাজনকে মাঠে নামতে দেখা যায়নি। পরিবর্তে দলের প্রথম একাদশে সুযোগ পান খলিল আহমেদ। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে নিজেকে প্রমাণও করেন এই বাঁ-হাতি ফাস্ট বোলার।
তা সত্ত্বেও টি নটরাজনের চোট কতটা গুরুতর, তা জানতে উদগ্রীব হয়ে ওঠেন ক্রিকেট প্রেমীরা। যা খোলসা হল বৃহস্পতিবার। সানরাইজার্স হায়দরাবাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। টি নটরাজনের স্ক্যান রিপোর্ট যে বেশ উদ্বেগজনক, তা দলের তরফে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে বাঁ-হাতি ফাস্ট বোলারকে রিহ্যাবিলিটেশনের জন্য ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে নিয়ে যাওয়া হতে পারে বলে খবর।
উল্লেখ্য কাঁধে চোটের কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম পর্বে ভারতীয় দলে অনুপস্থিত ছিলেন নটরাজন। আরও একবার চোটের কারণে থমকে গেল বাঁ-হাতি ফাস্ট বোলারের যাত্রা।