হারারেতে লজ্জার হারের কবলে বাবর আজমের পাকিস্তান। এই প্রথমবার পাকিস্তানকে টি ২০ আন্তর্জাতিকে হারাল জিম্বাবোয়ে। ঘরের মাঠে টি ২০ জয় পাঁচ বছর পর।
টস জিতে জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক বাবর আজম। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৮ রান তোলে ব্রেন্ডন টেলরের জিম্বাবোয়ে। ওপেনার তিনাশে কামুনহুকামওয়ে করেন সর্বাধিক ৩৪ রান। ৪০ বল খেলে চারটি চারের সাহায্যে। মহম্মদ হাসাঁইন ও দানিশ আজিজ দুটি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ১৯.৫ ওভারে ৯৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। অধিনায়ক বাবর আজম পাঁচটি চারের সাহায্যে ৪৫ বলে ৪১ রান করেন। দানিশ আজিজের ২২ ও মহম্মদ রিজওয়ানের ১৩ ছাড়া কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ৩.৫ ওভারে ১৮ রানের বিনিময়ে চার উইকেট দখল করেন লুক জংওয়ে। তিনিই ম্যাচের সেরার পুরস্কারটি পেয়েছেন। পাকিস্তানের শেষ সাত উইকেট পড়ে চার ওভারে মাত্র ২১ রানের ব্যবধানে।
১৬টি সাক্ষাতে এই প্রথম টি ২০ আন্তর্জাতিকে পাকিস্তানকে প্রথমবার হারাল জিম্বাবোয়ে। ৯টি ম্যাচ টানা পরাজয়ের পর এই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ আপাতত ১-১ করল জিম্বাবোয়ে। দেশের মাটিতে পাঁচ বছর পর তারা টি ২০ আন্তর্জাতিকে জয়ের স্বাদ পেল। ২০১৬ সালে জিম্বাবোয়ে ভারতকে হারানোর পর এই প্রথম ঘরের মাটিতে কোনও টি ২০ আন্তর্জাতিক জিতল।