
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে ১৩ হাজার ছুঁই ছুঁই। বাংলায় ১২৮৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৮৩০। উত্তর ২৪ পরগনায় ২৫৮৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ এক লাফে বেড়েছে অনেকটা। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩২৭৫ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৬৫৫।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১৬৫৪৮৬। শুধু এদিনই কলকাতায় ২৮৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩২৭৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৪৩৩৬৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৮৮৪৬ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৭৪৫ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১৫৩২৪১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৫৮৫ জন। মৃত্যু হয়েছে মোট ২৬৫৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৩৫৫৪০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৫০৩৭ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৬৪১ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৭৯০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৫৭০৯। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৪৪৭৭৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৪৬ জন। হুগলিতে ৫৯৪ জন বেড়ে আক্রান্ত ৩৬১৩৬ জন।
বাংলাতেও করোনার গ্রাফ আকাশ ছুঁতে চলেছে, দৈনিক সংক্রমণ ও সক্রিয় লাগামছাড়া
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১৩ জন, কোচবিহারে ১১৫ জন, দার্জিলিংয়ে ২২৫ জন, কালিম্পংয়ে ৯ জন, জলপাইগুড়িতে ৮০ জন, উত্তর দিনাজপুরে ২৬৯ জন, দক্ষিণ দিনাজপুরে ৮৬ জন, মালদহে ৫৫৯ জন, মুর্শিদাবাদে ৫৪৩ জন, নদিয়ায় ৫৬২ জন, বীরভূমে ৬৬৭ জন, পুরুলিয়ায় ৩৯৮ জন, বাঁকুড়ায় ২১৬ জন, ঝাড়গ্রামে ২৮ জন, পশ্চিম মেদিনীপুরে ১৫৩ জন, পূর্ব মেদিনীপুরে ৪১৯ জন, পূর্ব বর্ধমানে ৩৪৬ জন, পশ্চিম বর্ধমানে ৬৪৩ জন মোট আক্রান্ত হয়েছেন।