দৈনিক করোনা সংক্রমণে রোজই বিশ্ব রেকর্ড করছে ভারত। এমনকী গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনার কবলে পড়েছেন ৩ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষ। এমতাবস্থায় আগামী ১ মে থেকে গোটা দেশে ১৮ বছরের উর্ধে সকলকেই করোনা টিকা দেওয়ার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। যা নিয়ে উদ্বেগের পাশাপাশি চড়চে আশার পারদ। কেন্দ্রের আশা ওই দিন থেকে গোটা দেশে প্রত্যহ ৬০ থেকে ৭০ লক্ষ করোনা টিকাকরণ সম্ভব হবে।
এদিকে টিকাকরণ প্রক্রিয়া গতি আনতে ইতিমধ্যেই ড্রোনকে হাতিয়ার করে মাঠে নামতে চলেছে আসিএমআর। টিকা সরবরাহের ক্ষেত্রে ড্রোন ব্যবহারের ছাড়ুত্রও মিলেছে আইসিএমআর-র তরফে। এদিকে কেন্দ্রের নয়া করোনা টিকাকরণ নীতি অনুসারে যে সমস্ত ব্যক্তিরা ২০০৪ সালের ৩১ জানুয়ারির আগে জন্মেছেন বা ১ জানুয়াকি ২০২২ সালে ১৮ বছরের উপরে হচ্ছেন তারা সকলেই আগামী ১ তারিখ থেকে করোনা টিকা নিতে পারবেন। এদিকে পরিসংখ্যান এও বলছে গোটা দেশে সম্ভাব্য ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ৯৪ কোটির আশেপাশে।
এদিকে আগের দু-দফার টিকাকরণে গোটা দেশে এক এক দিনে ৪৫ লক্ষের বেশি টিকাকরণ হতেও দেখা গিয়েছে। যা বর্তমানে ৬০ থেকে ৭০ লক্ষে নিয়ে যেতে চাইছে কেন্দ্র। সম্প্রতি এমনটাই জানিয়েছেন ন্যাশান্যাল হেলথ অথরিটি এবং কো-উইন প্ল্যাটফর্মের প্রধান ডাঃ আর.এস. শর্মা। এদিকে এখনও পর্যন্ত গোটা দেশে ১৩ কোটি মানুষের টিকাকরণ সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে বর্তমানে দেশে মাসে সর্বোচ্চ ৮ কোটি করোনা টিকা তৈরি করা সম্ভব বলেও জানা যাচ্ছে। কিন্তু তারপরেও এই বিশাল সংখ্যক মানুষের একযোগে টিকাকরণ কী ভাবে চলবে তা নিয়ে বাড়ছে উদ্বেগ।