অলরাউন্ডার অনুশীলনে ফিরতেই খুশির হাওয়া আত্মবিশ্বাসী দিল্লি ক্যাপিটালস শিবিরে

মুম্বইয়ের ওয়াংখেড়ের সঙ্গে চেন্নাইয়ের চিপকের উইকেটের আকাশপাতাল ফারাক। তা সত্ত্বেও মুম্বই থেকে চেন্নাই গিয়েই চিপকে নিজেদের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাও আবার আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ঋষভ পন্থদের। তারই মধ্যে কাটল দুশ্চিন্তা।

📹 | Smiles and hugs all around as Bapu returned to the DC camp 😁🤗

Oh, how we missed you, @akshar2026 💙

P.S. Kya challlaaaaa? 🤭#YehHaiNayiDilli #IPL2021 #DCAllAccess @OctaFX @ITCGrandChola pic.twitter.com/wRl1I1M5dW

— Delhi Capitals (@DelhiCapitals) April 22, 2021

করোনাকে জয়

করোনা জয় করে অনুশীলনে যোগ দিয়েছেন অক্ষর প্যাটেল। দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দেওয়ার পর করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতের এই অলরাউন্ডার। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দুরন্ত ফর্মে থাকা অক্ষর সেই কারণে এবারের আইপিএলে একটিও ম্যাচ খেলতে পারেননি। প্রায় তিন সপ্তাহ চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পর তিনি অবশ্য এখন ম্যাচ খেলার জন্য পুরো প্রস্তুত।

চিপকে অস্ত্র

চিপকের ঘূর্ণি উইকেটে ঋষভ পন্থের বড় বাজি হয়ে উঠতে পারেন অক্ষর। করোনা জয় করে ফের দলের সঙ্গে যোগ দিতে পেরে খুশি তিনি। দিল্লি ক্যাপিটালসের পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেছেন, সতীর্থদের সকলের সঙ্গে দেখা করতে পেরেই খুব ভালো লাগছে। দিল্লি ক্যাপিটালসেও তাঁকে 'বাপু' বলে ডাকেন বেশিরভাগ সতীর্থ। বিরাট কোহলি-সহ ভারতীয় দলের অনেকেও তাঁকে এই নামে ডাকেন।

মুম্বই থেকে চেন্নাই

গত ২৮ মার্চ মুম্বইয়ে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছিলেন অক্ষর। জৈব সুরক্ষা বলয়ে ঢোকেন নেগেটিভ রিপোর্ট নিয়েই। তবে ৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের তরফে জানানো হয়, অক্ষরের দ্বিতীয় করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর থেকে হোটেলে নিজের ঘরেই আইসোলেশনে ছিলেন তিনি। তাঁর পরিবর্ত হিসেবে অস্থায়ীভাবে মুম্বইয়ের বাঁহাতি স্পিনার তথা অলরাউন্ডার শামস মুলানিকে দলে ডেকে নেয় দিল্লি ক্যাপিটালস। সুস্থ হয়ে মুম্বই থেকে চেন্নাই পৌঁছেছেন অক্ষর।

শক্তিশালী দল

রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে অমিত মিশ্র রয়েছেন। এবার আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে চার উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন মিশ্র। অশ্বিন-অক্ষর জুটি চেন্নাই ও আমেদাবাদে ইংল্যান্ডকে কুপোকাৎ করেছিল। ফলে সেই চেন্নাইয়েই অক্ষরের যোগদান নিঃসন্দেহে দলের স্পিন বিভাগকে আরও শক্তিশালী তো করবেই, ব্যাটিং গভীরতাও বাড়াবে। অক্ষরের অনুপস্থিতিতে যে কাজটা অবশ্য খারাপ করেননি ললিত যাদব। ১২ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচের পর আর খেলেননি অক্ষর। সে কারণে তাঁকে রবিবারই দিল্লি ক্যাপিটালস মাঠে নাও নামাতে পারে। নেটে নিজেকে ছন্দে ফেরাতে আরও কিছুটা সময় দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে চেন্নাইয়ের পিচে স্পিন কার্যকরী হবে বলে বিভিন্ন অপশনও তৈরি রাখা হচ্ছে। প্রয়োজনে স্টিভ স্মিথকে দিয়ে লেগ স্পিন করানো হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে দলের অনুশীলন দেখে।

ছবি- বিসিসিআই/আইপিএল

That smile tells a story 💙

Welcome back to the field, @akshar2026 😍#YehHaiNayiDilli #IPL2021 pic.twitter.com/tWX57z0Iho

— Delhi Capitals (@DelhiCapitals) April 23, 2021

A new young leggie has joined our squad 😉#YehHaiNayiDilli #IPL2021 #DCOnThePitch @stevesmith49 @OctaFX pic.twitter.com/CRMrewS7H9

— Delhi Capitals (@DelhiCapitals) April 23, 2021