নজরে মালদহ, মুর্শিদাবাদ ভোট
আগামি সপ্তম দফায় ভোট রয়েছে মালদহ এবং মুর্শিদাবাদে। এই দুই জেলায় প্রার্থী নিয়ে কংগ্রেসের সঙ্গে প্রবল বিরোধ তৈরি হয়েছে আইএসএফের। কংগ্রেস কিছুতেই আব্বাসদের এই দুই জেলায় আসন ছাড়তে রাজি হয়নি। তাই পাল্টা অধীরকে চ্যালেঞ্জ করেই এক প্রকার এই দুই জেলায় প্রার্থী দিয়েছে জোট শরিক আব্বাস সিদ্দিকির দল আইএসএফ। জোট ধর্ম মেনে চলতে দুই জেলায় যদি কংগ্রেস প্রার্থী দেয় তাহবে বাম এবং আইএসএফ কেউই প্রার্থী দেবে না।
আব্বােসর অভিযোগ
আব্বাস সিদ্দিকি অভিযোগ করেছেন বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে অধীর চৌধুরীর। বিজেিপর সঙ্গে বোঝাপড়া হয়ে গিয়েছে অধীরবাবুর। সেকারণেই মালদহ এবং মুর্শিদাবাদে আলাদা করে প্রার্থী দিয়েছে আইএসএফ। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিব আগে আব্বাস সিদ্দিকী দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আগে থেকে সমীকরণ সাজিয়ে ফেলেছেন অধীর চৌধুরী। আব্বাস দাবি করেছিলেন ভোটের ফল প্রকাশের পরেই তৃণমূল কংগ্রেসকে সমপথন জানাবেন অধীর।
আব্বাসের সঙ্গে বিরোধ
জোটের প্রথম থেকেই আব্বাসকে সামিল করায় প্রবল আপত্তি জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চধুরী। এই নিয়ে বামেদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। কিন্তু েকবলমাত্র সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের জন্যই আব্বাসকে জটে সামিল করতে মরিয়া হয়ে উঠেছিল বামেরা। সেই কারণেই আব্বাসকে সামিল করা জোটে।
তৃণমূলের শক্ত ভিত নড়িয়ে দিতে রণকৌশল তৈরি বিজেপির, লক্ষ্য ‘তিলোত্তমা'র আধিপত্য
তৃণমূলকে নিশানা আব্বাসের
অধীরকে আক্রমণ করার পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন আব্বাস সিদ্দিকি। তিনি অভিযোগ করেছেন বিজেপির সাহায্যেই তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস। এর আগে মমতা বন্দোপাধ্যায় সবচেয়ে বড় বিজেপি বলে আক্রমণ শানিয়েছিলেন আব্বাস। বিজেপির সাহায্য নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় এসেছেন বলে দাবি করেছেন তিনি।