ব্যাঙ্কের কাজের সময়সীমা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত
গতবার বহু ব্যাংক কর্মী করোনাতে আক্রান্ত হয়েছিলেন। এমনকি, মৃত্যুও পর্যন্ত ঘটেছিল। এবার ভয়াবহ আকার নিয়েছে করোনা। গোটা দেশের পাশাপাশি রাজ্যগুলিতে পরিস্থিতি এক। বাংলাতেও করোনা সংক্রমণের ছবিটা এক। এই অবস্থায় ব্যাংকের কাজের সময়সীমা কমানোর সিদ্ধান্ত। কর্মীদের মধ্যে সংক্রমণের হার উদ্বেগজনক বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অ্যাসোসিয়েশনের তরফে। বৈঠকের পর ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে সব ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। অ্যাসোসিয়েশনের দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, ব্যাঙ্কগুলি সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত কাজ করতে পারবে।
উপস্থিতির হার এক ধাক্কায় অর্ধেক করার ভাবনা
ব্যাঙ্কে কর্মীদের উপস্থিতির হার অর্ধেক করার কথা বলছে ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন। ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালানোর কথা বলছে অ্যাসোসিয়েশন। ব্যাংকের বদলে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ব্যাঙ্কের কাজ করে দেওয়ার ক্ষেত্রে উৎসাহ দেওয়া হবে বলেও জানানো হয়েছে। ব্যাঙ্কের ক্ষেত্রে টাকা তোলা, টাকা জমা দেওয়া ও সরকারি ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কাজে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
ব্যাংক কর্মীদের ভ্যাকসিন
প্রথম সারিতে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন ব্যাংক কর্মীরা। আক্রান্তও হচ্ছেন। মৃত্যুও পর্যন্ত ঘটেছে ব্যাংক কর্মীদের। রিস্ক নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন কর্মীরা। এই অবস্থায় দ্রুত ব্যাংক কর্মীদের ভ্যাকসিন দেওয়ার কথা বলা হচ্ছে। শুধু ব্যাংক কর্মী নয়, পরিবারের সদস্যদেরও ভ্যাকসিন দ্রুত দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি কর্মীরা অসুস্থ হলে যাতে তাদের চিকিৎসার সব বন্দোবস্ত করে দেওয়া হয় সেকথাও ব্যাঙ্কগুলিকে বলেছে অ্যাসোসিয়েশন। ব্যাঙ্কের স্যানিটাইজেশন এর উপর জোর দেওয়ার কথাও বলা হয়েছে।
একনজরে করোনা আক্রান্তের সংখ্যা
দেশের দৈনিক করোনা সংক্রমণ ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গতকাল যেখানে ছিল ৩ লক্ষ ১৪ হাজাের কিছু বেশি। গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা এক ধাক্কায় বেড়ে হয়েছে ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ২২৬৩ জন। বাড়ছে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। আজই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রেকর্ড দৈনিক সংক্রমণ
করোনা পরিস্থিতি দেশে খারাপের দিকে যাচ্ছে। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ১০টি রাজ্যেই সংক্রমণ সবচেয়ে বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রক। ৭৫ শতাংশ করোনা সংক্রমণএই ১০টি রাজ্যেই হচ্ছে বলে জানা গিয়েছে। সেই তালিকায় রয়েছে মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, দিল্লি। এই রাজ্যগুলিতে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১, ৬২,৬৩,৬৯৫। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ২,২৬৩জন।