নয়াদিল্লি: সোমবার থেকে পাঁচদিনের জন্য ফ্রান্স সফরে আছেন ভারতীয় বায়ুসেনার জেনারেল চিফ মার্শাল আর.কে.এস ভাদুরিয়া। বুধবার ফ্রান্সের একটি সামরিক বিমান ঘাঁটি থেকে ভারতের পক্ষে চারটি রাফালে যুদ্ধবিমানের ফ্ল্যাগ অফ করলেন তিনি। ফ্রান্স সফরের তৃতীয় দিনে ভাদুরিয়া ফ্রান্সের রাফালে বিমান প্রশিক্ষণ শিবির পরিদর্শন করেছেন। মহামারী সত্ত্বেও নির্ধারিত সময়ে ভারতের হাতে রাফাল তুলে দেওয়ার জন্য ফরাসি সরকার এবং প্রতিরক্ষা বিমান প্রস্তুতকারী সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

যদিও ভারতীয় দূতাবাস উল্লেখ করেনি আইএএফ প্রধানের দ্বারা কতগুলো রাফালে যুদ্ধ বিমানের ফ্ল্যাগ অফ করা হয়েছে। এই ইভেন্টের সঙ্গে যুক্ত বায়ুসেনার আধিকারিকরা জানিয়েছেন, বুধবার ফ্রান্সের বোর্দো-মেরিগানাক বিমান ঘাঁটি থেকে রাফালে বিমানের নতুন চারটি জেট ভারতের উদ্দেশ্যে রওনা দেবে।

ভাদুরিয়া জানিয়েছে, চিনের সঙ্গে সীমান্ত বিরোধে ভারতের মনোবল বাড়াতে রাফাল যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বেশ কয়েকটি রাফালে বিমান ভারতে পৌঁছে গিয়েছে। ফ্রান্সের রাফালে প্রশিক্ষণ কেন্দ্র বিশ্বমানের প্রশিক্ষণ প্রদান করেছে এবং এর কারণেই আমরা বিমানটি দ্রুত চালিত করতে সক্ষম হয়েছি।আইএএফ প্রধান প্রশিক্ষণ কর্মসূচির সময় প্রয়োজনীয় সহায়তা প্রদানের পাশাপাশি ভারতের হাতে বিমান তুলে দেওয়ার জন্য ফরাসী সরকার এবং ফরাসী বিমান বাহিনীকে ধন্যবাদ জানান তিনি।

প্রথম রাফালে স্কোয়াড্রনটি আম্বালা বিমান ঘাঁটিতে রাখা হয়েছে। একটি স্কোয়াড্রন প্রায় ১৮ বিমান নিয়ে গঠিত।দ্বিতীয় স্কোয়াড্রনটি পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে রাখা হবে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত, ১৪ টি রাফালে বিমান ভারতীয় বিমানবাহিনীতে কাজ করছে। নতুন ব্যাচ আসার পরে এই সংখ্যাটি এখন ২২ এর উপরে চলে যাবে।

উল্লেখ্য, ২০১৬ সালে ৩৬টি রাফালে কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি করে ভারত। ৫৯,০০০ কোটি টাকা দিয়ে এই চুক্তি করা হয়। সেই চুক্তির ভিত্তিতেই ভারতের হাতে রাফালে জেট তুলে দেয় ফ্রান্স। ২০২০-র ১০ সেপ্টেম্বর প্রথম ভারতীয় বিমান বাহিনীতে যখন ৫টি রাফালে আনা হয়েছিল সে সময় সেই অনুষ্ঠানে ৯.১৮ লক্ষ জিএসটি মিলিয়ে মোট খরচ হয়েছিল ৪১.৩২ লক্ষ টাকা।

এই বিমানের কিছু বিশেষত্ব রয়েছে। এই যুদ্ধবিমানে একবার জ্বালানী ভরা হলে এটি ১০ ঘণ্টা একটানা হাওয়ায় উড়তে পারে। এছাড়া উড়তে উড়তেও জ্বালানী ভরতে পারে এই যুদ্ধবিমান। রাফালে সর্বাধিক গতি রয়েছে ২১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। যা সমস্যায় ফেলতে পারে অন্য যুদ্ধবিমানকে। রাফালের আকার এই যুদ্ধবিমানকে হাওয়ায় লড়াই করতে সাহায্য করে। রাফালে দৈর্ঘ্যে ও প্রস্থে যথাক্রমে ১৫.২৭ মিটার ও ১০.৮০ মিটার।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।