বাঁধ ভাঙা করোনা সংক্রমণের জেরে ফের উদ্বেগ বাড়ছে গোটা ভারতে। এদিকে গত ২৪ ঘণ্টায় গোটা দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৫ হাজারের বেশি মানুষ। যা এখনও পর্যন্ত ভারতের পাশাপাশি গোটা বিশ্বে দৈনিক সংক্রমণে সর্বকালীন রেকর্ড। এতদিন সেই উদ্বেগজনক রেকর্ড ছিল আমেরিকার কাছে। গত ৮ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে ৩,০৭,৫৮১ জন করোনা আক্রান্ত হন।এদিকে কেন্দ্রের তথ্যানুযায়ী গোটা দেশে করোনা সংক্রমণের বাড়াবাড়ন্তের পিছনে রয়েছে মূলত ১৪৬ টি জেলা।
কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী এই ১৪৬টি জেলায় সংক্রমণের হার ছাড়িয়েছে ১৫ শতাংশের গণ্ডি। আর এখানেই মাথাচাড়া দিচ্ছে নতুন আশঙ্কা। অন্যদিকে আরও ২৭৪টি জেলায় পজেটিভিটি রেট ঘোরাফেরা করছে ৫ থেকে ১৫ শতাংশের আশেপাশে। যেটাও যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে গোটা দেশে টিকাকরণের পরেও অনেক ব্যক্তি করোনা আক্রান্ত হওয়াতেও নতুন করে বেড়েছে উদ্বেগ।
দৈনিক আক্রান্ত ৩ লক্ষ ছাড়িয়ে গেল, সর্বকালীন রেকর্ড, প্রতি মিনিটে আক্রান্ত ২০০-র বেশি
যদিও এই ঘটনায় বিশেষ আমল দিতে রাজি নয় কেন্দ্র। সরকারি তথ্যানুযায়ী প্রতি হাজার মানুষের মধ্যে করোনা টিকা নেওয়ার পর ফের ভাইরাসের কবলে পড়েছেন ২ থেকে ৪ জন। অন্যদিকে সর্বাধিক করোনা আক্রান্ত জেলাগুলিতে করোনা বাগে আনতে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। জেলা প্রশাসনগুলিকেও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আমাগী ১ মে থেকে তৃতীয় দফার টিকাকরণ শুরু হলেও উদ্বেগ বেশ খানিক কমবে বলে আশাবাদী কেন্দ্র। যদিও নতুন টিকা স্টক পাঠানোর ১৫ দিন আগে কেন্দ্র রাজ্যগুলিকে আলাদা করে জানিয়ে রাখবে বলেও জানানো হয়েছে।