আইপিএলে মুম্বইয়ের সঙ্গে টক্করে পাঞ্জাব, দুই দলের মুখোমুখি পরিসংখ্যান ও সম্ভাব্য প্রথম একাদশ

শুক্রবার চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস। ম্যাচে তুল্যমূল্য লড়াই হবে বলে মনে করা হচ্ছে। তার আগে মুখোমুখি সাক্ষাতে দুই দলের পরিসংখ্যান দেখে নেওয়া যাক। মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের সম্ভাব্য প্রথম একাদশে চোখ ফেরানো যাক।

মুখোমুখি দুই দল

আইপিএলে এখনও পর্যন্ত ২৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৪ বার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১২ বার জিতেছে পাঞ্জাব কিংস (একদা কিংস ইলেভেন পাঞ্জাব)। অর্থাৎ এ লড়াইয়ে এগিয়ে রয়েছে রোহিত শর্মা শিবির।

শেষ দুই ম্যাচের ফলাফল

গত আইপিএলের লিগ পর্বে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। সুপার ওভারে প্রথম ম্যাচ জিতেছিল পাঞ্জাব। দ্বিতীয় ম্যাচ জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ

গত ম্যাচ হেরে গেলেও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে প্রথম একাদশ সম্ভবত অপরিবর্তিত রাখতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স।

রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, জয়ন্ত যাদব, রাহুল চাহার, জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য প্রথম একাদশ

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গত ম্যাচে বিশ্রীভাবে হেরে যায় পাঞ্জাব কিংস। তারই প্রেক্ষিতে শুক্রবারের ম্যাচে প্রথম একাদশ থেকে ক্রিস গেইল বাদ পড়তে পারেন। পরিবর্তে দলে আসতে পারেন ইংল্যান্ডের ডেভিড মালান।

মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড মালান, নিকোলাস পুরান, দীপক হুডা, শাহরুখ খান, মোয়েসেস হেনরিকস, ফ্যাবিয়ান অ্যালেন, মুরুগান অশ্বিন, অর্শদীপ সিং, মহম্মদ শামি।

আইপিএলের মেডেন যুদ্ধে এগিয়ে কোন কোন বোলার? কী বলছে পরিসংখ্যান?