করোনার মারণ থাবা কেড়ে নিল সিপিএমের রাজ্য সম্পাদক সীতারাম ইয়েচুরির বড় ছেলে আশিস ইয়েচুরির। সিপিএম নেতা নিজেই টুইট করে সেকথা জানিয়েছেন। টুইটে ইয়েচুরি লিখেছেন করোনা আক্রান্ত হয়ে আমার বড় ছেলে আশিস চৌধুরীর আজ সকালে মৃত্যু হয়েছে। পুত্র শোক পেয়েও ছেলের চিকিৎসা করার জন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এই কঠিন পরিস্থিতিতে যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে লড়াই চালাচ্ছেন তাঁদের কুর্নিস জানিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক।
ইয়েচুরির ছেলের মৃত্যু সংবাদ পাওয়ার পরেই টুইট করে সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মমতা লিখেছেন সীতারাম ইয়েচুরিিজর তাঁর পরিবারকে সমবেদনা জানাই। এভাবে একাল প্রয়াণে আমি স্তম্ভিত বলে টুইটে লিখেছেন মমতা। গত কয়েক দিনে দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এক দিনে সংক্রমণে সর্বকালীন রেকর্ড ছাপিয়ে গিয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৪ হাজারের বেশি।
দৈনিক আক্রান্ত ৩ লক্ষ ছাড়িয়ে গেল, সর্বকালীন রেকর্ড, প্রতি মিনিটে আক্রান্ত ২০০-র বেশি
করোনা সেকেন্ড ওয়েভ ঝড়ের মতো এসেছে বলে স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে লকডাউনের পথে আর হাঁটবে না দেশ আস্বস্ত করেছেন মোদী। রাজ্য গুলিকেও লকডাউন থেকে যতটা সম্ভভ দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। যদিও একাধিক রাজ্য ইতিমধ্যেই লকডাউনের পথে হাঁটতে শুরু করে গিয়েছে।