কৌশানি মুখোপাধ্যায়, রাজকে ঘিরে 'জয় শ্রীরাম' স্লোগান, দিদিই মুখ্যমন্ত্রী হচ্ছেন বলছেন তারকা-প্রার্থীরা

সকাল থেকে বাংলায় চলছে ভোট ষষ্ঠী। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে এসেছে। বোমাবাজির অভিযোগ তো কোথাও এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ।

আর এই অভিযোগের মধ্যেই তৃণমূল প্রার্থীদের জয় শ্রী রাম স্লোগান স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক। আর তা ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি।

কৌশানি মুখোপাধ্যায়কে ঘিরে 'জয় শ্রীরাম' স্লোগান

সকাল থেকে কৃষ্ণনগর ভোট চলছে। আর সেখানেই উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়কে ঘিরে 'জয় শ্রীরাম' স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা। শুধু তাই নয়, তৃণমূল প্রার্থী বহিরাগতদের সঙ্গে নিয়ে ঘুরছেনক! এই অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপির। জানা যাচ্ছে, এদিন সকাল থেকেই বুথে বুথে ঘুরছিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। সেই সময় একটি বুথ পর্যবেক্ষণ করে তিনি বেরতেই একদল লোক তাঁকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান তোলে বলে অভিযোগ। এমনকি প্রার্থী বহিরাগতদের সঙ্গে নিয়ে ঘুরছেন বলেও দাবি।

ইচ্ছাকৃতভাবে অশান্তির চেষ্টা বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর

কৃষ্ণনগর উত্তর কেন্দ্র। একদিকে তৃণমূলের প্রাক্তন চাণক্য মুকুল রায় বিজেপির হয়ে লড়ছেন অন্যদিকে তৃণমূল প্রার্থী করেছে অভিনেত্রী কৌশানীকে। এদিন সকাল থেকে বিভিন্ন বুথ ঘুরে দেখছেন তিনি। যেখানেই অশান্তির খবর সামনে এসেছে সেখানেই কৌশানী ছুটে গিয়েছেন। বহু জায়গাতেই তাঁকে লক্ষ্য করে জয় শ্রী রাম স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী বলেন, ‘আমার জয় নিয়ে আমি আশাবাদী। জনসংযোগে আগেই মুকুল রায়কে হারিয়ে দিয়েছি। দিদিই মুখ্যমন্ত্রী হচ্ছেন। আমি একাই একশো। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে এসেছে। তাদের উপর ভরসা আছে।'তবে বহু জায়গাতে তৃণমূল ক্যাম্প, অফিস ভাঙচুরের অভিযোগ প্রার্থীর।

তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ

কালীনগরে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ। কৌশানী মুখোপাধ্যায় বলেন, বাপী শীল বলে এক বিজেপি নেতা শ খানেক লোক নিয়ে তাদের ক্যাম্প অফিসে হামলা চালায়। তাঁর অভিযোগ, মূর্তির মত দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় বাহিনী । আটকানোর চেষ্টা করছে না বাহিনী। উল্টে তৃণমূলের কর্মীদেরই নাকি সরিয়ে দিচ্ছে তারা। অভিনেত্রী-প্রার্থীর দাবি, যারা ক্যাম্প অফিস ভাঙচুর করেছে তাদের কিছু করা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। বিষয়টি ইতিমধ্যে কমিশনকে জানানো হয়েছে বলে দাবি।

রাজকে লক্ষ্য করেও জয় শ্রী রাম স্লোগান

বারাকপুর বিধানসভায় এবার প্রার্থী রাজ চক্রবর্তী। সকালেই ঘুসিপাড়া এলাকায় রাজ চক্রবর্তীকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। গো ব্যাক স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি, অভিনেতা-প্রার্থীকে ‘জয় শ্রীরাম' স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীরা তাঁকে ঘিরে এভাবে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। যদিও বিষয়টি গুরুত্ব দিতে চাননি রাজ। তাঁর আত্মবিশ্বাসী মন্তব্য, "আমরাই জিতছি। এভাবে বিক্ষোভ দেখিয়ে মা-মাটি-মানুষকে আটকানো যাবে না।" রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, এসবের নেপথ্যে রয়েছেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। বারাকপুরের ভোট পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণ করছেন তিনিই।

ষষ্ঠ দফাতেও বিক্ষিপ্ত অশান্তির আশঙ্কা

ষষ্ঠ দফার ভোট চলছে। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অশান্তির আরও বেড়েছে। একের পর এক জায়গায় তৃণমূল, বিজেপি সংঘর্ষ। ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ। শুধু তাই নয়, চলল একের পর এক জায়গায় বোমাবাজির অভিজগ,