অসুস্থ রাজ্যের আরও একমন্ত্রী, হাসপাতাল থেকে ফেরানো হল বাড়ি

রাজ্যের ভয়াবহ করোনা (coronavirus) পরিস্থিতিতে অসুস্থ বর্তমান মন্ত্রী তথা এবারের নির্বাচনে মানিকতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রার্থী সাধন পাণ্ডে (sadhan pandey)। শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে (hospital) নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে অবশ্য বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

বুধবার ভ্যাকসিন নিয়েছিলেন সাধন পাণ্ডে

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার করোনার ভ্যাকসিন নিয়েছিলেন সাধন পাণ্ডে। এরপর তিনি নির্বাচনী সভা করেন। তবে সন্ধের দিক থেকে তাঁর গায়ে-হাত-পায়ে ব্যথা শুরু হয় বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার সকালে হাসপাতালে

বৃহস্পতিবার সকালে শ্বাসকষ্ট-সহ অন্য শারীরিক অসুস্থতা থাকায় সাধন পাণ্ডেকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর একাধিক পরীক্ষা করানো হয়। কিনছু পাওয়া না যাওয়ায় মন্ত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসকরাই বর্তমান পরিস্থিতিতে তাঁকে বাড়িতে থাকার পরামর্শ দেন বলে জানা গিয়েছে।

প্রচারে বেরোতে চাইছেন মন্ত্রী

সাধন পাণ্ডের পরিবার সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকরা তাঁকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেও, তিনি প্রচারে বেরোতে চাইছেন। প্রসঙ্গত উল্লেখ্য ২০১১ সালে মানিকতলা থেকে জিতে রাজ্যের মন্ত্রী হয়েছিলেন সাধন পাণ্ডে। ২০১৬-তেও তিনি জয়ী হন ওই কেন্দ্র থেকেই। এবারও একই কেন্দ্র প্রার্থী তিনি।

করোনায় আক্রান্ত হয়ে সীতারাম ইয়েচুরির ছেলের মৃত্যু, টুইটে শোক প্রকাশ মমতার

গুরুতর অসুস্থ রাজ্যের একাধিক প্রার্থী

করোনা প্রাণ কেড়েছে এবারের নির্বাচনে দুই প্রার্থীর। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। হাসপাতালে ভর্তি তৃণমূল নেত্রী মমতাবালা ঠাকুর। বাড়িতে আইসোলেশনে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। চুঁচুড়া, খড়দহের তৃণমূল প্রার্থীও করোনা আক্রান্ত। কিন্তু এই মুহূর্তে সংকটজনক পরিস্থিতিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা এবারের নির্বাচনে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। বুধবার তাঁকে এসএসকেএম-এ ভর্তি করানো হলেও, অবস্থার অবনতি হওয়ায়, তাঁকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।