করোনা-বিপর্যয়ে নীরবে মানুষের সেবায় ব্রতী দেশের নয়া প্রজন্মের কয়েকজন রাজনীতিবিদ, রাখছেন অনন্য নজির

রোগীকে বাঁচাতে কোথাও চিকিৎসক চোখের জল সামলাচ্ছেন হাসপাতালে অক্সিজেনের অপ্রতুলতা দেখে। কোথাও বেডের অভাবে করুণ আর্জি রেখে রোগীর আত্মীয় ভর্তির চেষ্টায় দোরে দোরে ঘুরছেন হাসপাতালের। এমন কঠিন পরিস্থিতিতে বেশ কয়েকজন নতুন প্রজন্মের রাজনৈতিক তারকাকে দেখা যাচ্ছে মানুষের সেবায় নীরবে একাগ্র চিত্তে 'কাজ' করে যেতে। কেউ আবার সচেতনতার বড় বার্তা দিয়ে করোনা পরিস্থিতিতে মানুষকে আগলে রাখছেন।

দেবের সচেতনতার বার্তা

করোনা পরিস্থিতির মাঝেও দেশে ভোট পর্ব চলছে। জোরকদমে চলেছে বাংলার ভোট প্রচার পর্বও। এদিকে, সেই পরিস্থিতিতে রাজনৈতিক নেতাদের মুখে যখন কেবলমাত্র রাজনীতির কথা, তোপ পাল্টা তোপের বার্তা, তৃণমূল সাংসদ দেব তখন মানুষকে বারবার সচেতন থাকার বার্তা দিয়ে আগলে রাখার চেষ্টা করেছেন। বিভিন্ন সভা সমিতিতে দেব মাস্ক পার থেকে করোনার দূরত্ব বিধি বজায় রাখার বার্তা দিয়েছেন। 'যাতে মানুষ বেঁচে থাকে, যাতে মানুষ ভালো থাকে এমন কাজ করুন' এর বড় বার্তা দিয়েছেন তিনি। এর আগে দেশ যখন করোনার প্রথম স্রোতের দাপটে জর্জরিত তখনও বহু আর্তের সেবা করেছেন তিনি। যাঁরা ঘরে ফিরতে চেয়েছেন তাঁদের ফিরিয়েছেন তিনি।

ময়দানে কংগ্রেসের তরুণ নেতা

যুব কংগ্রেসের অন্যতম মুখ শ্রীনিবাস বিভি। কোভিডের করুণ পরিস্থিতিতে তিনি একটি ছোট্ট দল তৈরি করে করোনায় বহু বিপদগ্রস্ত মানুষের সাহায্য করছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্যাগ করে সমস্যা জানাতেই কার্যত 'মসিহা'র মতো করে এই যুব কংগ্রেস নেতা ও তাঁর ছোট্ট কোভিড মোকবিলাকারী দল এগিয়ে যাচ্ছে। কোথাও খাবার যোগান কোথাও আইসিইউ বেডের সন্ধান আবার কোথাও অক্সিজেন জোগাড়ের বন্দোবস্ত, এই সমস্ত কাজ করে চলেছেন শ্রীনিবাস বিভি।

পিছিয়ে নেই বিজেপির মহিলা মহল

বিজেপির যুব মোর্চার সদস্য চারু প্রজ্ঞাও তাঁর এক ছোট্ট দল গড়ে নিয়েছেন। যাঁরা এসওএস কল পেলেই ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছে। তাঁর এই কাজে অন্যতম অনুপ্রেরণা বিজেপির যুব মোর্চার অন্যতম নেত্রী তথা প্রয়াত বিজেপি নেতা প্রমোদ মহাজানের কন্যা পুনম মহাজন।

করোনা-লড়াইয়ের ময়দানে আম আদমি পার্টির নেতাও

আম আদমি পার্টির নেতা দিলীপ পাণ্ডে দিল্লির বুকে লড়ে যাচ্ছেন বহু সাধারণ দপর্দশাগ্রস্ত মানুষের জন্য। কেউ হাসপাতাল না পেলে বা কঠিন পরিস্থিতির মধ্যে পড়লেই আম আদমি পার্টির এই নেতা সাহায্য করছেন।