ষষ্ঠদফায় বিজেপির ভরসা তৃণমূলের প্রাক্তন দুই হেভিওয়েট, গুরুত্বপূর্ণ ভূমিকা মতুয়া ভোটেরও

রাজ্যে ষষ্ঠদফায় (sixth phase) চার জেলায় ৪৩ টি আসনে নির্বাচন হচ্ছে । এদিনের নির্বাচনে বিজেপি বিশেষভাবে নির্ভর করছে তৃণমূল (trinamool congress) থেকে বিজেপিতে (bjp) যোগ দেওয়া দুই নেতা অর্জুন সিং (arjun singh) এবং মুকুল রায়ের (mukul roy) ওপরে। এছাড়াও এদিনের নির্বাচনে মতুয়া (matua) ভোট বিশেষ ভূমিকা নেবে বলে অনেকেই মনে করছেন।

উত্তর ২৪ পরগনায় প্রভাবশালী অর্জুন সিং

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে যথেষ্টই প্রভাবশালী অর্জুন সিং। ২০১৯-এর লোকসভা নির্বাচনে তিনি দুবারের তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীকে হারিয়ে দেন। যদিও পরবর্তী সময়ে দীনেশ ত্রিবেদী বিজেপিতেই যোগ দেন। এর আগে অর্জুন সিং ব্যারাকপুরের অধীন ভাটপাড়ার বিধানয়ক ছিলেন। ২০০১ সাল থেকে তিনি ভাটপাড়ার বিধায়ক। আর লোকসভা নির্বাচনে জেতার পরে তিনি ভাটপাড়া আসন থেকেই ছেলে পবন সিংকে জিতিয়ে আনেন। পবন সিং মদন মিত্রকে পরাজিত করেন। এদিনের নির্বাচনে পবন সিং সেই ভাটপাড়া থেকেই লড়াই করছেন। অন্যদিকে অর্জুন সিং-এর অপর আত্মীয় সুনীল সিং লড়াই করছেন পাশেরই নোয়াপাড়া আসন থেকে।

এব্যাপারে নাম না করে এক তৃণমূল নেতা কটাক্ষ করে বলেছেন, একটি পরিবার যারা কিনা পিছন থেকে ছুরি মেরেছে।

সকাল থেকে ঘরে সক্রিয় অর্জুন সিং

এদিন সাতসকালে ছেলে পবন সিংকে নিয়ে ভোট দিয়ে ঘরবন্দি হয়ে পড়েন অর্জুন সিং। একাধিক ফোন নিয়ে তিনি আশপাশের এলাকার ভোটের খোঁজখবর করতে থাকেন। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, দরকার পড়লে কর্মীরা ফোন করছেন, আর তিনি উপায় বাতলে দিচ্ছেন। অর্জুন সিং এদিন দাবি করেছেন, অনেত জায়গাতেই তৃণমূল এজেন্ট দিতে পারেনি। তবে বিভিন্ন জায়গায় তৃণমূল ঝামেলা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।

মুকুল রায়ও বিজেপির অপর ভরসা

মুকুল রায়ও এদিনের নির্বাচনে বিজেপির অপর ভরসা। ২০১৯-এর নির্বাচনে মুকুল রায় নিজের কর্মক্ষমতা দেখিয়েছেন। যে নির্বাচনে বিজেপি রাজ্যে ১৮ টি আসন পেয়েছিল। এদিন মুকুল রায়ও সাত সকালেই ভোট দেন বিজপুরের অন্তর্গত কাঁচড়াপাড়ায়। এরপর তিনি চলে যান কৃষ্ণনগর উত্তরে। যেখানে এদিন নির্বাচন চলছে। আর বিজপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়।

একটা সময় অর্জুন সিং আর মুকুল রায় উত্তর ২৪ পরগনায় তৃণমূলকে গড়ে তুললেও পরে বিজেপিতে যোগ দেওয়ার পরে বিজেপিকে বাড়তে সাহায্য করেছেন। এদিন উত্তর ২৪ পরগনার ১৭ টি আসনে নির্বাচন হচ্ছে। আর শেষ দফায় হবে ১৬ টি আসনে নির্বাচন।

ফ্যাক্টর মতুয়া ভোট

এদিনের নির্বাচনে বড় ফ্যাক্টর মতুয়া ভোট। বনগাঁ, গাইঘাটা, হাবরা-সহ বিভিন্ন কেন্দ্রে মতুয়ারা ছড়িয়ে রয়েছেন। ২০১৯-এর নির্বাচনে বিজেপি বগনাঁ আসনটি দখল করে। এই বনগাঁর অধীন বিধানসভা কেন্দ্র গাইঘাটা। সেখানেই রয়েছে মতুয়াদের ঠাকুরবাড়ি। গাইঘাটা কেন্দ্রে বিজেপি প্রার্থী বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের ভাই সুব্রত ঠাকুর। বিজেপি সিএএ নিয়ে প্রতিশ্রুতি দেওয়া মনে করে নেওয়া হচ্ছে মতুয়াদের বেশিরভাগই বিজেপিকে ভোট দিচ্ছেন।

বিরোধীদের দাবি মানল কমিশন, শেষ পর্যন্ত ভোটের দিন পরিবর্তন