হারের হ্যাটট্রিক পূর্ণ হতেই দলকে বার্তা শাহরুখের, উদ্বিগ্ন নন মর্গ্যান

জয়ের লক্ষ্যমাত্রা ছিল ২২১। পাওয়ারপ্লে-তে ৩১ রানের মধ্যে পাঁচ উইকেট হারানোর পরও চেন্নাই সুপার কিংসের কাছে মাত্র ১৮ রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। পাঁচ বল বাকি থাকতেই। ৫০ বা তার কমে পাঁচ উইকেট হারানোর পর টি ২০-তে দুশো পার করার নিরিখে এই ম্যাচটি রয়েছে দ্বিতীয় স্থানে। এটা সম্ভব হয়েছে আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক ও প্যাট কামিন্সের অবিশ্বাস্য ব্যাটিংয়ের ফলে। দলের পারফরম্যান্সের পর বিশেষ বার্তা দিয়েছেন কেকেআর কর্ণধার শাহরুখ খান।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

Coulda...woulda...shoulda can take a backseat tonight...@KKRiders was quite awesome I feel. ( oops if we can forget the batting power play!!) well done boys...@Russell12A @patcummins30 @DineshKarthik try and make this a habit...we will be back!! pic.twitter.com/B1wGBe14n3

— Shah Rukh Khan (@iamsrk) April 21, 2021

শাহরুখ খান টুইটে নিজের একটি ছবি পোস্ট করেন যেখানে তিনি কেকেআরের লোগো-র দিকে নজর রাখতে আহ্বান জানাচ্ছেন সকলকে। সেই সঙ্গে তিনি লিখেছেন, কী করলে কী হতো, কী করা উচিত ছিল ইত্যাদি আলোচনা এখন দূরে সরিয়ে রাখতে হবে। আমার মতে পাওয়ারপ্লে-র ব্যাটিং বাদে এদিন সত্যিই অবিশ্বাস্য খেলেছে কেকেআর। সকলকে বলছি ওয়েল ডান! রাসেল, কার্তিক, কামিন্সরা যেভাবে প্রয়াস চালিয়েছেন সেটাকে অভ্যাসে পরিণত করতে হবে। আমরা ঘুরে দাঁড়াবই।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

তবে কেকেআর ভক্তদের উদ্বেগে রাখছে অধিনায়ক ইয়ন মরগ্যানের ফর্ম। এবারের আইপিএলে তাঁর রান যথাক্রমে ২, ৭, ২৯ ও ৭। যদিও নিজের ফর্ম নিয়ে একেবারেই উদ্বিগ্ন নন মর্গ্যান। তাঁর কথায়, গোটাটাই একটা প্রক্রিয়া। যেভাবে সব কিছু হচ্ছে তা আমার কাছে যথেষ্ট ইতিবাচক। ভারতে অনেকদিন ধরে রয়েছি। অনুশীলনও ভালোই হচ্ছে। রানে ফেরা শুধু সময়ের অপেক্ষা।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

চেন্নাই ম্যাচে শেষ অবধি লড়াই প্রসঙ্গে মর্গ্যান বলেন, আমাদের দলের ব্যাটিং গভীরতা যথেষ্টই রয়েছে। এটা আমাদের অন্যতম শক্তি। মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারে আমাদের অভিজ্ঞ ক্রিকেটাররা কী করতে পারেন তার নমুনা এই ম্যাচেও দেখা গিয়েছে। যেভাবে আমরা রান তাড়া করেছি এবং নিজেদের জয়ের সম্ভাবনা তৈরি করতে পেরেছি তাতে আমি গর্বিত। শেষের দিকে প্যাট কামিন্স দুর্দান্ত খেলেছেন। এটাই আমাদের দিকে ম্যাচের ফল ঘোরাতে পারত। কিন্তু প্রথমদিকে পাঁচ উইকেট হারানো, নিজেদের এই ভুলেরই মাশুল দিতে হয়েছে ম্যাচ হেরে।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

প্রসিদ্ধ কৃষ্ণ, প্যাট কামিন্স ও কমলেশ নাগরকোটি বল হাতে প্রচুর রান খরচ করেছেন। চার ওভারে ৫৮ রান দিয়েছেন কামিন্স, কৃষ্ণ ৪৯। দুই ওভারে ২৫ রান দিয়েছেন নাগরকোটি। তবে এই ম্যাচে দুই ইনিংসে ব্যাটসম্যানরা যেভাবে রান করেছেন তাতে বোলারদের পাশেই দাঁড়িয়েছেন নাইট অধিনায়ক। তাঁর মতে, কেকেআর বোলাররা সাধ্যমতোই চেষ্টা করেছে। যদিও পাওয়ারপ্লে-তে পাঁচ উইকেট চলে না গেলে ম্যাচের রং অন্যরকম হতো বলেই আক্ষেপ ধরা পড়ছে মর্গ্যানের গলায়। নাইটদের পরবর্তী ম্যাচ ২৪ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।