হরিয়ানার হাসপাতাল থেকে ভ্যাকসিন চুরি, ‘‌দুঃখিত’‌ লিখে পুলিশ স্টেশনের বাইরে ফেরত দিয়ে গেল চোরেরা

একেই কি বলে মানবিকতা?‌ দেশ যখন করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের সঙ্গে যুঝছে, সেই জরুরি পরিস্থিতি বুঝতে পেরে চুরি করা কোভিড–১৯ ভ্যাকসিন ডোজ ফেরত দিয়ে গেল চোরেরা, সঙ্গে লেখা '‌দুঃখিত’‌। প্রসঙ্গত, একদিন আগেই হরিয়ানার ঝিন্দ জেলার এক হাসপাতালের স্টোররুম থেকে প্রায় ৭০০ ডোজ কোভিড–১৯ ভ্যাকসিন চুরি যায়। বৃহস্পতিবার সেই চুরি যাওয়া ভ্যাকসিন ঝিন্দ পুলিশ সিভিল লাইন স্টেশনের বাইরে চায়ের দোকানের সামনে রেখে দিয়ে গেল চোরেরা। এই কাণ্ডের জন্য যে তারা অনুতপ্ত তা বোঝাতে '‌দুঃখিত’‌ লিখে জানিয়েছে তারা।

ভ্যাকসিনের বাক্স থেকে পুলিশ ছোট্ট চিঠিটি উদ্ধার করে। যেখানে লেখা, '‌দুঃখিত, আমি জানতাম না এটা করোনা ভ্যাকসিন।’‌ পুলিশ জানিয়েছে ওই এলাকার চায়ের দোকান সংলগ্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে চোরেদের সনাক্তের জন্য। জানা গিয়েছে, বুধবার রাতে ঝিন্দের সরকারি হাসপাতালের স্টোররুমের দরজা ভেঙে দু’‌জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢোকে এবং কোভিশিল্ডের ১৮২টি শিশি ও কোভ্যাকসিনের ৪৪০ টি ডোজের বাক্স নিয়ে পালিয়ে যায়। ওই চোরেরা স্টোররুমের চারটে তালা ভাঙে এবং ফ্রিজারের লকও ভাঙে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে হাসপাতালে স্টোররুম পরিস্কার করতে এসে তা ভাঙা দেখে ঝাড়ুদার খবর দেয় হাসপাতালের নার্সিং কর্মীদের। তাঁরাই এসে দেখে স্টোররুম ভেঙে ভ্যাকসিন চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। যদিও ল্যাপটপ ও ৫০ হাজার নগদ স্টোররুমে থাকলেও তাতে হাতও দেয়নি চোর। পুলিশ জানিয়েছে এই চুরির পর হাসপাতালে আর কোনও ভ্যাকসিন ছিল না যা দিয়ে ওই জেলায় টিকাকরণ সম্ভব।

টিকাকরণের জাতীয় পরিকল্পনা জানতে চেয়ে কেন্দ্রকে সুপ্রিম নোটিশ