করোনা আক্রান্ত শশী পাঁজা, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি মদন মিত্রের

সেকেন্ড ওয়েভে কুপোকাত বাংলা। ক্রমশ বাড়ছে সংক্রমনের হার। দৈণিক করোনার সংক্রমণ পৌঁছে গিয়েছে ১০ হাজারে। এই অবস্থায় সংক্রমণের হাত থেকে বাদ পড়ছেন না রাজনীতিবিদেরাও। ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন মদন মিত্র সহ একাধিক তৃণমূলের প্রার্থী।

তালিকাতে রয়েছেন বিরোধীদের দলের নেতারা। করোনাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সুজন চক্রবর্তী। হোম আইসোলেশনে অধীর চৌধুরীও। আতঙ্ক যখন বাড়ছে তখন নিজেই নিজের করোনাতে আক্রান্ত হওয়ার খবর সামলে আনলেন।

করোনা আক্রান্ত হলেন শশী পাঁজা

করোনা আক্রান্ত আরও এক তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী। তিনি নিজেই নিজের করোনা আক্রান্ত হওয়ার সামনে এনেছেন। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। ভোটের আবহে ইতিমধ্যেই একাধিক তৃণমূল নেতা করোনা আক্রান্ত হয়েছেন। মদন মিত্র, কাজল সিনহা, মমতাবালা ঠাকুর রয়েছেন সেই তালিকায়। এবার সেই তালিকাতে যুক্ত হলেন শশী পাঁজাও।

'দু’ তিনদিন ধরে একটু অসুস্থ বোধ করছিলামই'

এবার ভোটে শ্যামপুকুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাঁজা। অডিয়ো বার্তায় বলেন, "দু' তিনদিন ধরে একটু অসুস্থ বোধ করছিলামই। গতকাল টেস্ট করিয়েছি। আমার কোভিড পজিটিভ এসেছে।" যেহেতু প্রার্থী নিজেই চিকিৎসক, তাই রিপোর্ট আসার আগে থেকেই সতর্কতা নিতে শুরু করেন। শশী পাঁজার কথায়, ভয়ের কোনও কারণ নেই। তিনি শেষবেলার প্রচারে বেরোতে না পারলেও তাঁর সঙ্গীরা ময়দানেই থাকবেন। একইসঙ্গে ওয়ার্ডে ওয়ার্ডে অটোয় প্রচারের কথাও বলেন তিনি। আপাতত ঘর থেকেই শশী পাঁজা ভোটের সমস্ত কাজ সারবেন বলে জানা যাচ্ছে।

স্থিতিশীল মদন মিত্র

ধীরে ধীরে সুস্থ হচ্ছেন করোনা আক্রান্ত মদন মিত্র। বুধবারের থেকে অবস্থার উন্নতি হয়েছে তাঁর। তবে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন প্রাক্তন মন্ত্রী ও কামারহাটির তৃণমূল প্রার্থীকে। মদনের পরিবার সূত্রে খবর, তাঁর অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। বুধবার রাতে তাঁকে এসএকেএম থেকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ফের তাঁকে অক্সিজেন দেওয়া হয়। তবে এখন মদন মিত্র অনেকটাই সুস্থ রয়েছেন বলে খবর।