LIVE

IPL Highlights : বিরাটের আরসিবি বনাম সঞ্জুর রাজস্থান, দুই প্রজন্মের অধিনায়কের দ্বৈরথের দিকে তাকিয়ে বিশ্ব

আজ সন্ধ্যায় চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এমন একটা সময়ে, যখন টুর্নামেন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলিরা এবং সপ্তম স্থানে রয়েছে সঞ্জু স্যামসন শিবির। আজ জিতে তালিকার প্রথম স্থানে পৌঁছে যাওয়াই আরসিবি-র লক্ষ্য। অন্যদিকে বিরাটদের হারিয়ে নিজেকে তালিকার প্রথম চারে জায়গা করে নেওয়ার দাবিদার বানাতে বদ্ধপরিকর রাজস্থান রয়্যালস। ফলে আজকের লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। দুই প্রজন্মের অধিনায়কের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে বিশ্ব।

Newest First Oldest First
5:10 PM, 22 Apr
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে আজকের ম্যাচ। পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানানো হয়েছে।
5:08 PM, 22 Apr
গত আইপিএলের লিগ পর্বে দুইবার মুখোমুখি হয়েছিল দুই দল। দুটি ম্যাচই জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
5:06 PM, 22 Apr
৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আইপিএল তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আরসিবি। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস।
5:04 PM, 22 Apr
আইপিএলে আরসিবি-র সাম্প্রতিক সদস্য হিসেবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সর্বাধিক ১৬ উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। রাজস্থান রয়্যালসের জার্সিতে আরসিবি-র বিরুদ্ধে সর্বাধিক ১৪ উইকেট নিয়েছেন শ্রেয়স গোপাল।
5:02 PM, 22 Apr
আইপিএলে আরসিবির সাম্প্রতিক সদস্য হিসেবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সবচেয়ে বেশি ৪৮৪ রান করেছেন এবি ডিভিলিয়ার্স। রাজস্থান রয়্যালসের সাম্প্রতিক সদস্য হিসেবে আরসিবি-র বিরুদ্ধে সবচেয়ে বেশি ২২০ রান করেছেন সঞ্জু স্যামসন।
4:59 PM, 22 Apr
আইপিএলে এখনও পর্যন্ত ২৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১০ বার করে ম্যাচ জিতেছে আরসিবি ও রাজস্থান। দুই দলের মধ্যে তিনটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে।