মোদীকে চিঠি সোনিয়ার, টিকাদান নীতির সমালোচনা
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে কেন্দ্রের নতুন টিকাদান নীতির সমালোচনা করেন। তিনি কেন্দ্রের নতুন ভ্যাকসিন নীতিটিকে বৈষম্যমূলক বলে অভিহিত করেন। এবং এই সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী বলে মন্তব্য করেন। এই নীতি মহামারীতে আক্রান্ত সাধারণ মানুষের দুর্দশা আরও বাড়িয়ে তুলবে বলে তাঁর অভিমতও ব্যক্ত করেন সোনিয়া গান্ধী।
মোদীকে লেখা দুই পৃষ্ঠার চিঠিতে ছত্রে ছত্রে সমালোচনা
সোনিয়া লেখেন, অবাক হওয়ার মতো বিষয় যে, গত বছরের কঠোর পাঠ থেকেও আমরা শিক্ষা নিতে পারিনি। আমাদের দেশের নাগরিকদের উপর যে ঝড় নেমে এসেছে, তারপর এই স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক নীতি অনুসরণ করে সঙ্কট আরও বাড়িয়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রী মোদীকে লেখা তাঁর দুই পৃষ্ঠার চিঠিতে ছত্রে ছত্রে সমালোচনা।
যুবকদের প্রতি সরকারের দায়বদ্ধতার সম্পূর্ণ বিসর্জন
সোনিয়া গান্ধী আরও অভিযোগ করেছেন যে, নতুন ভ্যাকসিন নীতি থেকেই বোঝা যাচ্ছে কেন্দ্রীয় সরকার ১৮ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে সকল ভারতীয়কে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহের দায়িত্ব থেকে সরে আসতে চাইছে। এটি আমাদের যুবকদের প্রতি সরকারের দায়বদ্ধতার সম্পূর্ণ বিসর্জন বলে ব্যাখ্যা করেন সোনিয়া গান্ধী।
ডিফারেনসিভ প্রাইস মেকানিজম নিয়েও প্রশ্ন সোনিয়া গান্ধীর
সোনিয়া গান্ধী ভারতের সিরাম ইনস্টিটিউট কর্তৃক উৎপাদিত কোভিড-১৯ ভ্যাকসিনের ডিফারেনসিভ প্রাইস মেকানিজম নিয়েও প্রশ্ন তোলেন। তিনি দাবি করেছেন যে কেন্দ্রের ভ্যাকসিনের অভিন্ন মূল্য নিশ্চিত করা উচিত। সোনিয়া গান্ধী বলেন, কেন্দ্রের ত্রুটিযুক্ত নীতির কারণে ভ্যাকসিন নির্মাতা সিরাম ইনস্টিটিউট পৃথক মূল্য নির্ধারণের ব্যবস্থা ঘোষণা করেছে।
বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দাম, রাজ্যের পক্ষে সওয়াল সোনিয়ার
সিরাম ইনস্টিটিউট ঘোষণা করেছে যে, ভ্যাকসিনের দাম কেন্দ্রীয় সরকারের জন্য ডোজ প্রতি ১৫০ টাকা, রাজ্য সরকারের জন্য ডোজ প্রতি ৪০০ টাকা এবং বেসরকারি হাসপাতালের জন্য ডোজ প্রতি ৬০০ টাকা।এর অর্থ হ'ল নাগরিকরা এই উচ্চ হারে টিকা দেওয়ার জন্য অর্থ প্রদান করতে বাধ্য হবে। রাজ্যেরও বাড়তি অর্থ খরচ হবে বলে মনে করেন সোনিয়া গান্ধী।
মোদীকে হস্তক্ষেপ করার আর্জি জানান সোনিয়া গান্ধী
সোনিয়া গান্ধী অভিযোগ করেন, সঙ্কটের সময়ে কেন্দ্রীয় সরকার একটি সংস্থাকে নির্লজ্জভাবে মুনাফার অনুমতি দিচ্ছে। সোনিয়া গান্ধী বলেছেন, কেন্দ্রীয় সরকারের কাছে তাঁর আবেদন টিকা দেওয়ার জন্য ৫০ শতাংশ কোটা অবশ্যই স্বচ্ছ ও ন্যায়সঙ্গতভাবে বরাদ্দ করতে হবে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুসারে তা বণ্টন করতে হবে। পুরো নীতিমালাটির পুনর্নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী মোদীকে হস্তক্ষেপ করার আর্জি জানান সোনিয়া গান্ধী। এবং সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।
প্রত্যেক ভারতীয়কে বিনামূল্যে ভ্যাকসিনের দাবি মমতার
শুধু সোনিয়া গান্ধী একা নন, মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রের সরকারকে ভ্যাকসিনের এক মূল্য নির্ধারণ করতে হবে বলে দাবি জানান। সোনিয়া গান্ধীর দাবির সঙ্গে মিলে যায় তাঁর বক্তব্যও। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় জানিয়েছেন, বয়স, বর্ণ, অবস্থান নির্বিশেষে প্রত্যেক ভারতীয়কে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে।
ষষ্ঠ দফায় বিজেপি 'বড়জোর' কয়টি আসন পেতে পারে, মুখ খুললেন মমতা
এক দেশ, এক দল, এক নেতা স্লোগান তুললেও এক দামে অনীহা
মমতা বলেন, কেন্দ্রের মোদী সরকার অবশ্যই কোভিড ভ্যাকসিনের জন্য মূল্য নির্ধারণ করবে, কিন্তু তা যেন অভিন্ন হয়। তিনি বিজেপিকে এই মর্মে খোঁটা দেন। বলেন, সারাজীবন বিজেপি উচ্চারণ করে এল এক দেশ, এক দল, এক নেতা। আর মানুষের জীবন বাঁচাতে তারা ভ্যাকসিনের এক দাম নির্ধারণ করতে পারছে না।