ব্যারাকপুরে উত্তেজনা, রাজ চক্রবর্তীকে দেখে গো ব্যাক স্লোগান, ৩০-৩৫ হাজার ভোটে জয়ের চ্যালেঞ্জ তৃণমূল প্রার্থীর

সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা তৈরি হয়েছে ব্যারাকপুর এলাকায়। বুথ পরিদর্শনে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী। ব্যারাকপুরের লালকুঠি এলাকায় বুথ পরিদর্শনে গেলে রাজ চক্রবর্তীকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ থাকায় তেমন বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি। ঠাণ্ডা মাথায় তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন ওরা বুঝতে পারছে নাকত বড় ভুল করছে। ৩০ থেকে ৩৫ হাজার ভোটে জিতবই। আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।

জয় নিয়ে আত্মবিশ্বাসী রাজ

ষষ্ঠ দফার ভোটে ভোট গ্রহণ চলছে ব্যারাকপুর কেন্দ্রে। এই কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের বাজি তারকা প্রার্থী। পরিচালক রাজ চক্রবর্তীকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সকাল থেকেই নিজের কেন্দ্র পরিদর্শন শুরু করেন রাজ চক্রবর্তী। তিনি বলেছেন, 'আজকের সিনামা হিট করে গিয়েছে। ৩০ থেকে ৩৫ হাজার ভোটে জিতব।' সকাল থেকেই ব্যারাকপুরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হচ্ছে বলে দাবি করেছেন তিনি। মানুষ যে স্বতোঃস্ফূর্ত হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে তা প্রমাণ হয়ে গিয়েছে।

গো ব্যাক স্লোগান

ব্যারাকপুরের লালকুঠি এলাকায় বুথ পরিদর্শনে গেলে রাজ চক্রবর্তীকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি কর্মী সমর্থকরা তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। রাজ চক্রবর্তী বলেছেন, ওঁরা জানেন না কী ভুল করছেন। সেই সঙ্গে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ।

অর্জুন সিংয়ের অভিযোগ

এদিকে বিজেপি সাংসদ অর্জুন সিং অভিযোগ করেছেন তৃণমূলের ছেলেদের নিয়ে বুথে বুথে ঘুরছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী। ভোটারদের প্রভাবিত করছেন তিনি। পাল্টা রাজ চক্রবর্তীর দাবি অর্জুন সিং অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন সেকারণেই এই সব মন্তব্য করছেন। ইতিমধ্যেই ব্যারাকপুরে বিজেপির ক্যাম্প অফিসে হামলা চালানো হয় বলে অভিযোগ। ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।তৃণমূল কংগ্রেসইএই হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্লার।

'শীতলকুচি করতে যাবেন না' আউশ গ্রামে পুলিশকে হুমকি তৃণমূল কংগ্রেস নেতার

করোনা ছড়াচ্ছেন রাজ

অর্জুন সিং দাবি করেছেন রাজ চক্রবর্তীর স্ত্রী করোনা আক্রন্ত সেকারণে তাকে আইসোলেশনে থাকার কথা বলছেন এলাকার বাসিন্দারা। এইঅ নিয়েই হয়তো উত্তেজনা হয়েছে বলে সাফাই দিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন িসং। তবে গো ব্যাক স্লোগান দেওয়া উচিত নয় বলেও জানিয়েছেন বিজেপি সাংসদ। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে রাজ চক্রবর্তী নিজেও করেনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।