টুইটে কী লেখেন গম্ভীর ?
একটি টুইটে গৌতম গম্ভীর লেখেন, পূর্ব দিল্লির বাসিন্দারা সংসদের দফতর থেকে 'ফ্যাবি ফ্লু' নিতে পারেন। এই জীবন রক্ষাকারী ওষুধ বিনামূল্যে দেওয়ার কথা গৌতম গম্বীর লেখেন নিজের টুইটে। জানান, পূর্ব দিল্লিতে তাঁর (সংসদের) নিজের দফতরে সকাল ১০ টা থেকে বিকেল ৫টার মধ্যে গেলে বাসিন্দারা এই ওষুধ পাবেন বিনামূল্য়ে। এরজন্য প্রেসক্রিপশান ও আধার কার্ড নিয়ে যেতে হবে।
কেন সমালোচনা?
কোভিড রুখতে যখন জীবনদায়ী ওষধু ফ্যাবিপ্লু পেতে মরিয়া দেশের হাসপাতালগুলি, সেখানে ফ্যাবিফ্লুয়ের মতো ওষুধ সাংসদের ঘরে কীভাবে মজুত হল? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, কোভিড মোকাবিলায় ফ্যাবিফ্লু একটি জীবনদায়ী ওষুধ। যে ওষুধের কমতি সারা দিল্লি জুড়ে রয়েছে।
বিতর্কের জবাব গম্ভীরের
এদিকে, ঘটনা নিয়ে জবাব দেন বিজেপির দাপুটে ব্যাটসম্যান। 'একজন ডিস্ট্রিবিউটারের থেকে ১০০ স্ট্রিপের ট্যাবলেট কেনা' কি অবৈধ মজুতের নামান্তর? এই প্রশ্নে পাল্টা তোপ দাগেন গৌতম গম্ভীর। পূর্ব দিল্লির সাংসদ গৌতম গম্ভীরের প্রশ্ন,তিনি কয়েক স্ট্রিপ ওষুধ নিয়ে জনগণকে দিলে তা কি চাহিদার তুলনায় যোগানে কমতি এনে দেবে? গৌতম সাফ জানান, মানুষের জন্য তিনি কাজ করবেন এভাবেই।
নেটনাগরিক থেকে বিরোধীদের প্রশ্ন
এদিকে, এই টুইট ঘিরে নেটনাগরিকদের সমালোচনার মুখে পড়েছেন দিল্লির এই ক্রিকেটার সাংসদ। অন্যদিকে কংগ্রেসের প্রশ্ন, গৌতম গম্ভীরের কাছে এই জীবনদায়ী ফ্যাবিফ্লু কত স্ট্রিপ রয়েছে? কীভাবে গৌতম গম্ভীর এই এত স্ট্রিপ ফ্যাবি ফ্লু পেলেন? তাও প্রশ্নে উঠে আসে কংগ্রেসের তরফে ।