পরবর্তী টিকাকরণের জন্য ২৪ এপ্রিল থেকে নাম নথিভুক্ত, কোউইন অ্যাপের পদ্ধতি রয়েছে এক

আগামী ১ মে থেকে শুরু হবে ১৮ বছরের ঊর্ধ্বে যে সব নাগরিক তাঁদের টিকাকরণ কর্মসূচি। বৃহস্পতিবার জাতীয় স্বাস্থ্য সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার আরএস শর্মা জানিয়েছেন যে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ১৮ বছরের ঊর্ধ্বে থাকা সব নাগরিক ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, '‌২৪ এপ্রিল কোউইনে ১৮ বছরের বেশি বয়সের নাগরিকরা নাম নথিভুক্ত করতে পারবেন। টিকাকরণ পদ্ধতি এবং সেই সংক্রান্ত তথ্য একই রয়েছে।’‌

নতুন করে যোগ হয়েছে স্পুটনিক ভি

আরএস শর্মা এও জানিয়েছেন যে দেশীয় ভ্যাকসিন কোভ্যাকসিন ও কোভিশিল্ডের পাশাপাশি কিছু টিকাকরণ কেন্দ্রে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি-ও যুক্ত হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে দ্রুত টিকাকরণের জন্য আরও কেন্দ্র ও বেসরকারি সুবিধা গঠন করা হয়েছে। এছাড়াও বেসরকারি ফার্মগুলিকে বলা হয়েছে যে তারা যেন ভ্যাকসিনের সময়সূচি কোউইন প্ল্যাটফর্মে প্রকাশ করে দেয় যাতে জনসাধারণ তাঁদের সুবিধা অনুযায়ী দিনক্ষণ বুক করতে পারেন। আর এস শর্মা বলেন, ‘‌বেসরকারি ফার্ম/‌সংগঠনগুলি টিকাকরণের জন্য তাদের কর্মীদের ফোন নম্বর কোউইন প্ল্যাটফর্মে শেয়ার করে দেয়।'‌ তিনি আরও জানান যে টিকাকরণের পর প্রতিকূল ঘটনা যাতে না ঘটে তার জন্য পর্যবেক্ষণ করা হবে।

কীভাবে কোউইন অ্যাপে নাম নথিভুক্ত করবেন

✱ প্রথমে কোউইন পোর্টালে লগ ইন করতে হবে এবং নিজের মোবাইল নম্বর দিতে হবে। ✱এসএমএসের মাধ্যমে ওটিপি নম্বর যাবে আপনার মোবাইলে। ওটিপি নম্বর দিয়ে ‘‌ভেরিফাই'‌ বা যাচাই বাটন ক্লিক করতে হবে।

✱ওটিপি নম্বর গ্রাহ্য হলে ‘‌রেজিস্ট্রেশন অফ ভ্যাকশিনেশন'‌-এর পেজ খুলে যাবে।

✱এখানে যা যা প্রয়োজনীয় তথ্য সব দিতে হবে। এখানে আপনাকে আপনার কোনও রোগ রয়েছে কিনা সে বিষয়েও প্রশ্ন করা হবে। এটা হ্যাঁ বা না-এ ক্লিক করে জানাতে হবে।

✱সব তথ্য দেওয়া হয়ে গেলে রেজিস্ট্রার বাটনে ক্লিক করতে হবে, যা পেজের ডানদিকে রয়েছে।

✱আপনার কাছে নাম নথিভুক্ত হয়ে যাওয়ার নিশ্চিত মেসেজ আসবে। নাম নথিভুক্ত হয়ে যাওযার পর আপনি নিজের অ্যাকাউন্টের সব তথ্য দেখতে পারবেন।

✱এখান থেকেই আপনি টিকাকরণের জন্য অ্যাপয়েন্টমেন্ট ঠিক করতে পারবেন।

একই নম্বর দিয়ে তিনজনের নাম নথিভুক্ত

নাগরিকরা তাঁদের মোবাইল নম্বর দিয়ে কোউইনে আরও তিনজনকে যুক্ত করতে পারবেন নাম নথিভুক্ত করার জন্য। সেক্ষেত্রে ‘‌অ্যাড মোর'‌ বিকল্পে ক্লিক করতে হবে। যা পেজের ডানদিকে রয়েছে।

আরোগ্য সেতু অ্যাপ

তবে নাম নথিভুক্ত করতে কোউইন অ্যাপের পাশাপাশি আরোগ্য সেতু অ্যাপেও এই কাজ করতে পারেন। আরোগ্য সেতু অ্যাপে আলাদা একটি ট্যাব খোলা হয়েছে, সেখানে আপনার কিছু ব্যক্তিগত তথ্য জানালেই টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন।

কোভিড রোগীদের অক্সিজেন সরবরাহ ইস্যুতে রাজ্যগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের

বিনামূল্যে টিকাকরণ বেশ কিছু রাজ্যে

সম্প্রতি, কেরল, অসম, বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সহ বেশ কিছু রাজ্য ১৮ বছরের বেশি বয়সের নাগরিকদের জন্য বিনামূল্যে টিকাকরণ করে দেওয়ার কথা ঘোষণা করেছে। বুধবার সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজ্য সরকারকে ৪০০ টাকার বিনিময়ে ও কেন্দ্রকে ৬০০ টাকার বিনিময়ে কোভিশিল্ড ১ মে থেকে বেসরকারি হাসপাতালগুলিকে দেওয়া হবে। গত ১৬ জানুয়ারি থেকে দেশে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। প্রথম পর্যায়ের টিকাকরণে স্বাস্থ্য কর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়া হয়। বর্তমানে ১ এপ্রিল থেকে শুরু হয়েছে ৪৫ বছর বা তার বেশি বয়সের নাগরিকদের টিকা দেওয়ার কাজ।