আইপিএল ২০২১ : রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত আরসিবি-র

আইপিএল ২০২১-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ হবে বলে মনে করেন বিরাট কোহলি। শিশিরের কারণে রাতে ফিল্ডার এবং বোলারদের জন্য বল গ্রিপ করা সমস্যাজনক হবে বলে মনে করেন আরসিবি অধিনায়ক।

সাধারণত টসে জেতার অভ্যাস নেই বিরাট কোহলির। আরসিবি অধিনায়কের টস ভাগ্য যে বেশ খারাপ, তা পরিসংখ্যান দেখে বোঝা যায়। সে সম্পর্কে ওয়াকিবহাল বিরাট নিজেও। তাই আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টসে জিতেও প্রথমে বিশ্বাস করতে পারেননি ভিকে। অগ্রজের হুশ ফেরাতে এগিয়ে আসেন প্রতিপক্ষ সঞ্জু। তিনি আরসিবি অধিনায়ককে টসের ফলাফল জানান। নিজের ভুল বুঝতে পেরে হাসি মুখে এগিয়ে আসেন বিরাট কোহলি।

চলতি টুর্নামেন্টে নিজেদের প্রথম তিনটি ম্যাচ জিতেছে আরসিবি। তা সত্ত্বেও আজ বিরাটদের দলে একটি পরিবর্তন করা হয়েছে। রজত পতিদারকে বাদ দেওয়া হয়েছ। দলে এসেছেন কেন রিচার্ডসন। অন্যদিকে রাজস্থান রয়্যালস শিবিরে একটি পরিবর্তন করা হয়েছে। জয়দেব উদানকাটের পরিবর্তে আজ প্রথম একাদশে সুযোগ পেয়েছেন শ্রেয়স গোপাল।

আরসিবি-র প্রথম একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিয়েসন, হর্ষল প্যাটেল, কে রিচার্ডসন, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ : মনন ভোরা, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), শিবম দুবে, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, শ্রেয়স গোপাল, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।