আইপিএল ২০২১-এ কমলা ও বেগুনি টুপি জয়ের লড়াইয়ে এগিয়ে কারা?

আজ সন্ধ্যায় আইপিএল ২০২১-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। শেষ হাসি কারা হাসবে, তা সময় বলবে। হাই-ভোল্টেজ এই মোকাবিলার আগে চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন কে। কার ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি উইকেট।

কমলা টুপির লড়াই

চলতি আইপিএলে এখনও পর্যন্ত বেশ কিছু ঝকঝকে ব্যক্তিগত ব্যাটিং পারফরম্যান্স পরিলক্ষিত হয়েছে। টুর্নামেন্টে রানের নিরিখে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন শিখর ধাওয়ান। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ৪টি ম্যাচ খেলে ২৩১ রান করেছেন গব্বর। চলতি আইপিএলে ধাওয়ানের সর্বোচ্চ স্কোর ৯২। দুটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে।

বেগুনি টুপির লড়াই

চলতি আইপিএলের বেগুনি টুপির লড়াইয়ে সবার আগে রয়েছেন হর্ষল প্যাটেল। রয়্যাল চ্যালেঞ্জার্সের জার্সিতে এখনও পর্যন্ত তিনি ৩টি ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭ রান দিয়ে নেওয়া ৫ উইকেট এখনও পর্যন্ত হর্ষলের সেরা স্পেল।

লিগ তালিকার প্রথম চার দল

বুধবার কেকেআর-কে হারানোর পর ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আইপিএল তালিকার প্রথম স্থানে রয়েছে সিএসকে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা আরসিবি এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট হাসিল করেছে। ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়েও রান রেটের নিরিখে বিরাট কোহলি শিবিরের থেকে একধাপ পিছিয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তালিকার চতুর্থ স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্স ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্টে অবস্থান করছে।

লিগ তালিকার শেষ চার দল

চার ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে আইপিএল তালিকার পঞ্চম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে রান রেটের নিরিখে একধাপ পিছিয়ে রয়েছে কেকেআর। তিন ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। তালিকার অষ্টম স্থানে থাকা পাঞ্জাব কিংস ৪ ম্যাচ খেলে ২ পয়েন্ট অর্জন করেছেন।

হারের হ্যাটট্রিক পূর্ণ হতেই দলকে বার্তা শাহরুখের, উদ্বিগ্ন নন মর্গ্যান