প্রথম সভা থেকে মমতাকে নিশানা
এদিন হরিরামপুরের প্রথম সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন অমিত শাহ। তিনি বলেন, দিদি সভা করতে ১০ মিনিট ব্যয় করেন, তাঁর এবং প্রধানমন্ত্রী মোদীর জন্য। এদিন বহিরাগত ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন অমিত শাহ। তিনি বলেন দিদি তাঁকে এবং প্রধানমন্ত্রীকে বহিরাগত বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করেন তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোটের জন্য বহিরাগতদের ওপরে নির্ভর করতে হয়। কেননা অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোটব্যাঙ্ক বলে মন্তব্য করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সঙ্গেও সৎ আচরণ করেছেন বলে অভিযোগ করেন তিনি।
পরের দুই সভা বাতিল
অমিত শাহের এদিন পরের দুই সভা করার কথা ছিল মালদহের গাজোল এবং দুর্গাপুরে। কিন্তু হরিরামপুরের সভার পরেই তিনি দিল্লি ফিরে যান। ওই দুই জায়গায় আসা বিজেপি কর্মীদের শান্ত করেন স্থানীয় নেতারা।
আগেই সভা না করেই ফিরেছেন জেপি নাড্ডা
এবারের ভোটে বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে জেপি নাড্ডাকে দেখা গিয়েছে কর্মসূচিতে অংশ না নিয়ে দিল্লি ফিরেছিলেন। ৫ এপ্রিল তিনি শ্রীরামপুর এবং চুঁচুড়ার সভায় অংশ না নিয়েই দিল্লি ফিরে গিয়েছিলেন। সেই সময় তৃণমূলের তরফে কটাক্ষ করে বলা হয়েছিল, যেহেতু সভায় কিংবা কর্মসূচিতে লোক হচ্ছে না, সেই কারণে দিল্লি ফিরে গিয়েছেন তিনি।
শুক্রবারের প্রধানমন্ত্রীর রাজ্যের কর্মসূচি বাতিল
আঁচটা পাওয়া গিয়েছিল অমিত শাহ তড়িঘড়ি দিল্লি ফিরে যাওয়ায়। পরে প্রধানমন্ত্রী টুইট করে জানান, তিনি শুক্রবার পশ্চিমবঙ্গে যেতে পারছেন না। শুক্রবার রাজ্যে প্রধানমন্ত্রীর চার সভা করার কথা ছিল। কলকাতা ছাড়াও মালদহ, বহরমপুর, সিউড়িতে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। প্রত্যেকটি সভাতেই করোনা বিধি মেনে ৫০০ জনকে নিয়ে সভা করার কথা ছিল। কলকাতার শহিদ মিনারের সভায় জায়গায় জায়গায় পৌঁছে দিতে বিজেপির তরফে জায়ান্ট স্ক্রিনের বন্দোবস্তও করা হয়েছিল। কিন্তু এদিন বিকেলে করা এক টুইটে প্রধানমন্ত্রী৪ মোদী জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠকের কারণে তিনি শুক্রবার পশ্চিমবঙ্গের সব কর্মসূচি বাতিল করছেন।