ফাঁকা আওয়াজে কাজ নেই, সমাধানের রাস্তা বলুন! করোনা আতঙ্কের আবহেই ফের মোদীকে নিশানা রাহুলের

দুদিন আগেই করোনার কবলে পড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে তারপর থেকেই যেন করোনা মোকাবিলায় মোদী সরকারের উপর আক্রমণের তেজ আরও কয়েকগুণ বাড়িয়ে ফেলছেন সোনিয়া পুত্র। এদিকে গত বছরের লকডাউন হয় বা দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণ, প্রতিক্ষেত্রেই অবস্থা দিনে দিনে আরও সঙ্কটজনক হওয়ার পিছনে মোদী সরকারের অদূরদর্শী কার্যকলাপকেই কাঠগড়ায় তুলেছেন তিনি।

নিভৃতবাসে থেকেই মোদীকে নিশানা রাহুলের

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাহুল গান্ধী দিল্লির বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। সেখান থেকেই টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, " দেশবাসীকে মিখ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনও কাজ হবে না। ফাঁকা আওয়াজে আর চিঁড়ে ভিজবে না। পারলে সমাধানের রাস্তা বলুন।" এদিম মোদীকে আক্রমণের পাশাপাশি করোনা টিকা কোভিশিল্ডের দাম নিয়েও সিরাম কর্তাকে একহাচ নেন রাহুল।

কোভিশিল্ড নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপানৌতর

প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের নয়া দাম ঘোষণা করে সিরাম ইন্সস্টিটিউট অফ ইণ্ডিয়া। সিরামের সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত রাজ্য সরকারকে কোভিশিল্ডের প্রতিটি ডোজের জন্য খরচ করতে হবে ৪০০ টাকা। অর্থাৎ দু'টি ডোজের জন্য লাগবে ৮০০ টাকা। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে কোভিশিল্ডের প্রতি ডোজের দাম ধার্য করা হয়েছে ৬০০ টাকা। কিন্তু কেন্দ্র এই টিকার একটি ডোজ আগের মতো ১৫০ টাকাতেই পাবে বলে জানানো হয়।

সিরাম কর্তাকে মোদীর বন্ধু বলে কটাক্ষ

সিরামের ঘোষণার পরেই কোভিশিল্ডের নয়া দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকে একাধিক রাজ্য।য সুর চড়ান মমতাও। এবার সেই একই রাস্তায় হেঁটে সিরাম প্রধান আদার পুন্নাওয়ালার তীব্র সমালোচনা করলে রাহুল। অম্বানি বা আদানির মতই সেরাম কর্তা আদার পুনাওয়ালাকেও মোদীর বন্ধু বলেও চিহ্নিত করেন রাহুল। একইসাথে তাঁর দাবি বর্তমানে ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলি টিকাকে সামনে রেখে মুনাফা লাভের চেষ্টা করছে।

প্রস্তুতকারকদের অযৌক্তিক মুনাফা লাভের ব্যবস্থা করে দিতেই কেন্দ্রের এই পদক্ষেপ

তাঁর অভিযোগ এই রাস্তাকে আরও সহজ করে দিচ্ছে কেন্দ্র সরকার। ভ্যাকসিন প্রস্তুতকারকদের অযৌক্তিক মুনাফা লাভের ব্যবস্থা করে দিতেই কেন্দ্রীয় সরকার ভ্যাকসিনের বেসরকারীকরণের পথে হেঁটেছে বলেও দাবি করেন তিনি। এদিকে গতকালই মোদীর ১ মে থেকে শুরু হতে চলা টিকাকরণ কর্মসূচীকে নোটবন্দির সঙ্গে তুলনা করেন রাহুল। তাঁর দাবি ফের নির্দিষ্ট পরিকল্পনার অভাবে বিমুদ্রাকরণের মতোই সাধারণ মানুষের দুর্দশা আবারও চরমে উঠতে চলেছে।

Know all about
রাহুল গান্ধী