দৈনিক আক্রান্ত ৩ লক্ষ ছাড়িয়ে গেল, সর্বকালীন রেকর্ড, প্রতি মিনিটে আক্রান্ত ২০০-র বেশি

দেশের দৈনিক সংক্রমণ সর্বকালীন রেকর্ড ছাপিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষের বেশি মানুষ। একদিনে মারা গিয়েছেন ২,১০৪ জন। দেশে মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ছুঁই ছুঁই। অ্যাক্টিভ রোগীর সংখ্যাও দ্রুত হারে বাড়তে শুরু করেছে। প্রতি মিনিটে ৪ জন করে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এমনই ভয়াবহ রিপোর্ট আসতে শুরু করেছে।

প্রয়াত সীতারাম ইয়েচুরির ছেলে

করেনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির বড় ছেলে আশিস ইয়েচুরি। নিজেই টুইট করে ছেলের মৃত্যুর খবর জানিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক। সীতারাম ইয়েচুরির ছেলের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন কবি শঙ্খ ঘোষ।

রেকর্ড দৈনিক করোনা সংক্রমণ

করোনার দৈনিক সংক্রমণে সর্বকালীন রেকর্ড গড়ল ভারত। একদিনে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৫৯,৩০,৯৬৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২,১০৪ জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৮৪,৬৫৭ জন। বাড়ছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১,৭৮, ৮৪১ জন।

লকডাউনের পথে একাধিক রাজ্যে

ভয়াবহ আকার নিয়েছে দেশের করোনা পরিস্থিতি। একাধিক রাজ্যে তীব্র অক্সিজেন সংকট তৈরি হয়েছে। গতকাল নাসিকে একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক করে ২২ জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনা পরিস্থিতির কারণে একাধিক রাজ্য লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে। মহারাষ্ট্র সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে ১ মে পর্যন্ত। উত্তর প্রদেশ, রাজধানী দিল্লিও লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে।

ভ্যাকসিন সংকট

করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নেওয়া ১ মে থেকে ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকাকরণের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু একাধিক রাজ্যে করোনা টিকার সংকট দেখা দিয়েছে। আক্রান্তের সংখ্যা হু হু ররে বাড়ছে। টিকা করণ দ্রুত শেষ করায় জোর দিয়েছে মোদী সরকার। এই নিয়ে ভ্যাকসিন প্রস্তুত কারক সংস্থা গুলি সঙ্গে বৈঠক করেছেন তিনি। গতকালই সিরাম ইনস্টিটিউট কোভিশিল্ডের দাম কমিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে। রাজ্য সরকারগুলি ৪০০ টাকায় কোভিশিল্ড কিনতে পারবে বলে জানানো হয়েছে।

ভয় মুক্ত হয়ে ভোট দিন, ষষ্ঠদফার শুরুতেই বললেন অমিত শাহ! বেশি সংখ্যায় ভোট দিতে আহ্বান মোদীর