মহারাষ্ট্রের ডাবল মিউট্যান্টের পরে এবার বাংলায় করোনার নতুন ভ্যারিয়্যান্ট, গবেষকদের তথ্যে বাড়ছে ভয়

মহারাষ্ট্রে (maharashtra) দাপিয়ে বেড়াচ্ছে করোনার (coronavirus) ভ্যারিয়্যান্ট (variant) B.1.617। ওই রাজ্যে করা জিনোম সিকোয়েন্সের ৬০ শতাংশ ক্ষেত্রে এই ভ্যারিয়্যান্টের খোঁজ মিলেছে। তবে বিজ্ঞানী জানিয়েছেন, ভারতেও খোঁজ মিলেছে করোনার আরও এক ভ্যারিয়্যান্টের। যার নাম B.1.618। এর খোঁজ মিলেছে এই বাংলায় (west bengal)।

বাংলায় নতুন ভ্যারিয়্যান্টের খোঁজ

আট দফায় ভোটে যাওয়া বাংলায় ইতিমধ্যেই পাঁচ দফা সমাপ্ত হয়ে গিয়েছে। সেই বাংলাতেই দ্রুতগলিতে বাড়ছে করোনা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রাথমিকভাবে B.1.618 ভ্যারিয়্যান্টের খোঁজ পাওয়া গিয়েছে।

দেশে ১৩০টি স্যাম্পেলের মধ্যে ১২৯ টির সিকোয়েন্স পাওয়া গিয়েছে এই বঙ্গে। বর্তমানে বিশ্বে ৬২.৫ শতাংশ B.1618 ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছে ভারতে।

গতবছরে ভারতে বাইরে মিলেছিল খোঁজ

যদিও এই ভ্যারিয়্যান্ট আগেই বিশ্বের অন্য অংশে, যেমন সুইৎসজারল্যান্ড, সিঙ্গাপুর, ফিনল্যান্ডে পাওয়া গিয়েছে। ভারতের বাইরে এই ভ্যারিয়্যান্টের প্রথম খোঁজ পাওয়া গিয়েছিল ২০২০-র ২২ এপ্রিল।

গত ৬০ দিনের ১২ শতাংশ এই ভ্যারিয়্যান্টের

ভারতের গবেষণা সংস্থার দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী গত ৬০ দিনে দেশে আক্রান্তদের ১২ শতাংশ B.1618 ভ্যারিয়্যান্টের। অন্যদিকে B.1.617 ভ্যারিয়্যান্ট হল ২৮ শতাংশ। এর পরেই রয়েছে B.1.1.7 (ইউকে ভ্যারিয়্যান্ট)।

প্রতিরোধ ক্ষমতাকে থোরাই কেয়ার

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ভ্যারিয়্যান্ট প্রতিরোধ ক্ষমতাকেও ফাঁকি দিচ্ছি। অর্থাৎ করোনা আক্রান্ত হয়ে আপনার দেহে অ্যান্টিবডি তৈরি হলেও, এই ভ্যারিয়্যান্ট আপনাকে আক্রমণ করবে।

ভারতের বুকে তৈরি ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখাচ্ছে 'বায়োলজিক্যাল ই', অপেক্ষার কাউন্টডাউন শুরু