দ্বিতীয় ঢেউ সামাল দেওয়ার আগেই ভয় ধরাচ্ছে ট্রিপল মিউট্যান্ট, আদৌও আর কাজ করবে করোনা টিকা?

দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণে নতুন আতঙ্ক গোটা দেশজুড়ে। এদিকে এতদিন জানা ছিল করোনার দ্বিতীয় ওয়েভে ভারতে সৃষ্টি করোনার ডবল মিউট্যান্টের জন্যই রোজ লাফিয়ে বাড়ছে সংক্রমণ। কিন্তু এবার উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। দেশের বিভিন্ন প্রান্তে আক্রান্তদের শরীরে মিলল মারণ করোনার ট্রিপল মিউট্যান্ট। আর তাত থেকই শিহরিত হচ্ছেন বিশেষজ্ঞরা। আরও সহজ ভাবে বললে এই নিয়ে তৃতীয়বারের জন্য অভিযোজিত হয়ে নতুন করে ভোলবদল করল করোনা।

সংক্রমণ বাড়াচ্ছে করোনার তৃতীয় রূপান্তর, কার্যকরী দেশীয় ভ্যাকসিন?

এতদিন পর্যন্ত ডবল মিউটেশন উদ্বেগ বাড়ছিল চিকিৎসক-বিজ্ঞানীদের মধ্যে। এ বারে তৃতীয় মিউটেশনের সন্ধান মেলায় আতঙ্ক, ভয় যে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে তা বলাই বাহুল্য। এমতাবস্থায় এখন দেশের চিকিৎসকদের কাছে বড় চ্যালেঞ্জ এই নতুন ধরণের করোনা ভাইরাসকে মোকাবিলা করা। বিশেষজ্ঞদের ধারণা ট্রিপল মিউট্যান্টের সংক্রমণের ফলে আবারও বদলাতে শুরু করতে পারে করোনার উপসর্গ। সেই ক্ষেত্রে রোগী শনাক্ত ও চিকিৎসা পদ্ধতি নিয়েও বাড়ছে উদ্বেগ।

অন্যদিকে এই ট্রিপল মিউট্যান্ট ভাইরাসকে আটকাতে বাজারে থাকা ভ্যাকসিনগুলি কতটা সক্ষম সেই বিষয়েও বিশেষ ভাবে কিছু জানা যাচ্ছে না। অর্থাৎ, যে উপসর্গ এখনকার ভেরিয়েন্টের সংক্রমণের ফলে হচ্ছে, তা আর নাও থাকতে পারে। আবার এর সঙ্গে যুক্ত হতে পারে একাধিক নয়া উপসর্গ। বিজ্ঞানীরা জানাচ্ছেন, একটি ভাইরাস যতবেশি মানুষকে সংক্রামিত করবে, তার মিউটেশন তত বাড়বে। এক্ষেত্রেও করোনা সেই রাস্তাতে হেঁটেই তার সংক্রমণের গতি বাড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে, মহারাষ্ট্র, দিল্লি এবং বাংলায় , যেভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছে, তার পিছনে নয়া এই ট্রিপল মিউট্যান্ট। এদিকে গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে করোনার কবলে পড়ছেন ২ লক্ষ ৯৫ হাজারের বেশি মানুষ। যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড।

রাজ্যে লাগামছাড়া সংক্রমণ, বিয়ের পণ্য সরিয়ে শেষকৃত্য–শ্রাদ্ধের জিনিস বিক্রি উত্তরপ্রদেশের দোকানে