উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় হিমালয়ের পাদদেশের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানানো হয়েছে। বাকি তিন জেলার বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী চার থেকে পাঁচ দিনে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।
জঙ্গলমহলের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে বাঁকুড়া-ঝাড়গ্রামের ক্ষেত্রে এরকম কোনও পূর্বাভাস নেই। পরবর্তী ২৪ ঘন্টায় শুধুমাত্র পুরুলিয়া জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায়, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ শুক্রবার নাগাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানিয়েছে হাওয়া অফিস।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৪১.২ (৪০.৮)
বালুরঘাট ৩৪.৮ (৩৬ )
বাঁকুড়া ৪১.১ (৪০.৫)
ব্যারাকপুর ৩৭ (৩৮.১)
বহরমপুর ৩৪ (৩৯.৪)
বর্ধমান ৪০ (৩৯.৮)
ক্যানিং ৩৯.৪ (৩৮)
কোচবিহার ৩১.৩ (৩২.২)
দার্জিলিং ২০ (২০.৩)
দিঘা ৩৫ (৩৫.৫)
কলকাতা ৩৫.৭ (৩৭.৩)
মালদহ ৩৫ (৪০.৫)
পানাগড় ৩৯.২ (৩৯.৬)
পুরুলিয়া ৪০.৭ (৪০.৩)
শিলিগুড়ি ৩২.১ (৩২.৪)
শ্রীনিকেতন ৩৮.৪ (৩৯.৯)