আইপিএলে আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। টস জিতে ফিল্ডিং নিয়েছেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান। কলকাতা নাইট রাইডার্সে দুটি পরিবর্তন হয়েছে। শাকিব আল হাসানের জায়গায় এসেছেন সুনীল নারিন। হরভজন সিংয়ের জায়গায় সুযোগ পেয়েছেন কমলেশ নাগরকোটি। ডোয়েইন ব্র্যাভোকে বিশ্রাম দিয়ে লুঙ্গি এনগিডিকে খেলাচ্ছে সিএসকে।
(ছবি- বিসিসিআই/আইপিএল)চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ দু প্লেসি, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ুডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, লুঙ্গি এনগিডি, শার্দুল ঠাকুর, দীপক চাহার
কলকাতা নাইট রাইডার্স: শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, কমলেশ নাগরকোটি, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ
টানা দুটি ম্যাচে জিতে আত্মবিশ্বাসী মহেন্দ্র সিং ধোনির সিএসকে। ভাগ্য বদলানোর লক্ষ্যে মুম্বইয়ের ওয়াংখেড়েতে এবার নিজেদের প্রথম ম্যাচে জয়ের সরণিতে ফিরতে বদ্ধপরিকর কলকাতা নাইট রাইডার্সও। এবারের আইপিএলে ধারাবাহিকতাই হোক বা পরিসংখ্যান, ম্যাচের আগে ধোনিরাই এগিয়ে। আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি ২০ মিলিয়ে দুই দলের মোট ২৫টি সাক্ষাতে চেন্নাই সুপার কিংস জিতেছে ২৫টিতে। ৯টি জেতে কেকেআর। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। আইপিএলে ধোনিরা ১৪-৮ ব্যবধানে এগিয়ে গত বছরের আইপিএলে প্রথমটি সিএসকে জিতলেও ফিরতি ম্যাচ জেতে কেকেআর। দুই দলের শেষ পাঁচটি সাক্ষাতে অবশ্য ধোনিরাই চারটিতে জিতেছেন।
চেন্নাই সুপার কিংসের ফাফ দু প্লেসি-র টি ২০-তে ছয় হাজার রান পূর্ণ করতে আর ১ রান দরকার। এর আগে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, কলিন ইনগ্রাম, জেপি ডুমিনি ও কুইন্টন ডি কক এই মাইলস্টোন টপকেছেন।