গোটা দেশে ক্রমেই তীব্র আকার ধারণ করছে অক্সিজেন সঙ্কট। এদিকে অক্সিজেনের অভাবে মধ্যপ্রদেশের একাধিক হাসপাতালে লাগাতার রোগী মৃত্যুর ঘটনা নজর কেড়েছে সকলের। গত শনিবার মধ্যপ্রদেশের শাহডোল মেডিক্যাল কলেজের রাত ৪টে থেকে রবিবার সকাল পর্যন্ত অক্সিজেনের অভাবে ওই হাসপাতালে চিকিৎসাধীন ১২ রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। এমতাবস্থায় এবার মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশের দামোহ জেলা হাসপাতালে চুরি গেল অক্সিজেন সিলিন্ডার।
দামোহ জেলা হাসপাতালের এক আধিকারিক জানান, মঙ্গলবার রাতে অক্সিজেন সিলিন্ডার বোঝাই ট্রাক এলে, আচমকাই সেখানে বেশ কয়েকজন হাজির হন। ট্রাক থেকে নামানোর আগেই, সেখান থেকে অক্সিজেন সিলিন্ডার (নিয়ে চম্পট দেন বেশ কয়েকজন ব্যক্তি। এই ঘটনার কথা চাউর হতেই তীব্র চাঞ্চল্য দেখা যায় বিভিন্ন মহলে। প্রশ্নের মুখে পড়ে যায় দামোহ জেলা হাসপাতালের নিরাপত্তা। এদিকে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানা যাচ্ছে।
অন্যদিকে সিলিন্ডার লুটের ঘটনা চোখে পড়ার পরপরই ওই ব্যক্তিদের খোঁজে জোর তল্লাশি শুরু হয়। তবে যাঁরা দামোহ হাসপাতালের চত্ত্বর থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে চম্পট দেন, তাঁদের চিহ্নিত করা গিয়েছে। অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে বলে জানানো হয় হাসপাতাল কতৃপক্ষের তরফে। এদিকে মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৩ হাজারের বেশি। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭০০-র বেশি মানুষ।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ফের ধাক্কা উড়ানে, নিয়মের জটে কমছে যাত্রী সংখ্যা