সব রেকর্ড পিছনে ফেলে বাংলায় ১০ হাজার ছাড়াল দৈনিক করোনা সংক্রমণ

পশ্চিমবঙ্গে আরও ভয়ঙ্কর রূপ নিল করোনা ভাইরাস। সব রেকর্ড ভেঙে এদিন সারা রাজ্যে ১০ হাজার ৭৮৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৫৮ জন। এখনও পর্যন্ত এটাই বাংলায় একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমণ। এদিনের পর রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হল ৬ লক্ষ ৮৮ হাজার ৯৫৬ জন।

রেকর্ড সংক্রমণ

বাংলায় একদিনে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬১৬ জন। এখন রাজ্যে সুস্থতার সঙ্গে লড়াই চালাচ্ছেন ৬৩ হাজার ৪৯৬ জন মানুষ। এই মুহূর্তে বাংলায় সুস্থতার হার কমে হয়েছে ৮৯.২৩ শতাংশ।

বেড়েছে টেস্ট

মঙ্গলবারের মতো এদিনও বাংলায় ৫০ হাজারের বেশি মানুষের একদিনে করোনা পরীক্ষা হয়েছে। এই মুহূর্তে রাজ্যের ১০৫টি ল্যাবরেটরিতে টেস্টিং চলছে। প্রতি ১০০ জনে ভাইরাস আক্রান্তের সংখ্যা ৬.৯২ শতাংশ।

কলকাতায় আতঙ্ক

সবকটি জেলার মধ্যে কলকাতায় সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে। মোট আক্রান্ত একদিনে ২৫৬৮ জন। মারা গিয়েছেন ১৩ জন। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে সংক্রমিত ২১৪৯ জন। মারা গিয়েছেন সবচেয়ে বেশি ১৪ জন।

জেলায় জেলায় সংক্রমণ

দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ৬৪৬ জন, হুগলিতে ৫২৩ জন, হাওড়ায় ৬২৬ জন, পূর্ব বর্ধমানে ২৯৬ জন, পূর্ব মেদিনীপুরে ৩২৯ জন, নদিয়ায় ৩৯০ জন, বীরভূমে ৫৮০ জন, মালদহে ৪৫৪ জন, মুর্শিদাবাদে ৪৬২ জন এবং পুরুলিয়ায় ২৯৪ জন একদিনে ভাইরাস আক্রান্ত হয়েছেন।

হাসপাতালে অক্সিজেনের ট‍্যাঙ্ক লিক! দমবন্ধ হয়ে ২২ রোগীর মৃত্যু!