আইপিএলে সবচেয়ে বেশিবার অল আউট হওয়া দলের তালিকায় পাঞ্জাবের উত্থান

আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লজ্জাজনক হার হজম করতে হয়েছে পাঞ্জাব কিংসকে। ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি নির্বিষ বোলিংয়ের মাশুল গুনতে হয়েছে কেএল রাহুলদের। একই সঙ্গে আইপিএলে সবচেয়ে বেশিবার অল আউট হওয়া দলের তালিকায় একধাপ উঠল পাঞ্জাব কিংস। কী বলছে সেই পরিসংখ্যান।

পাঞ্জাবের লজ্জাজনক হার

চিপকে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আগে ব্যাটিং করে টেনেটুনে ১২০ রান তুলতে সক্ষম হয় পাঞ্জাব কিংস। নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার দুই বল আগেই অল আউট হয়ে যান কেএল রাহুলরা। ১৮.৪ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স হায়দরাবাদ। জয়ী দলের হয়ে ৫৬ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন জনি বেয়ারস্টো।

সবচেয়ে বেশিবার অল আউট হওয়া দলের তালিকায় পাঞ্জাবের উত্থান

২০০৮ থেকে এখনও পর্যন্ত আইপিএলে সবচেয়ে বেশিবার অল আউট হওয়া দলগুলির তালিকায় উত্থান হয়েছে পাঞ্জাব কিংসের। আজকেরটা ধরে টুর্নামেন্টে মোট ১৭ বার অল আউট হয়েছে কেএল রাহুল শিবির। আট দলের মধ্যে পাঞ্জাবের বর্তমান স্থান তৃতীয়।

তালিকার প্রথম এবং দ্বিতীয়

আইপিএলের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার অল আউট হয়েছে দিল্লি ক্যাপিটালস (একদা দিল্লি ডেয়ারডেভিলস)। ২৩টি ম্যাচে ব্যাট করতে নেমে ১০ উইকেটই হারিয়েছে ঋষভ পন্থ শিবির। যুগ্মভাবে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করা রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৯টি ম্যাচে অল আউট হয়েছে।

তালিকার শেষ চার দল

তালিকার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে অবস্থান করছে যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস। চার দল আইপিএলে যথাক্রমে ১৬, ১৪, ৯ এবং ৭টি ম্যাচে ব্যাট করতে নেমে অল আউট হয়েছে।

আইপিএল ২০২০: চেন্নাই বনাম রাজস্থান ম্যাচে এই ২ কারণে বিতর্কে জড়িয়ে গেলেন ধোনি,বাদ গেলেন না সাক্ষী