খুব শীঘ্রই ভারতের বাজারে Realme তাদের প্রথম MediaTek Dimensity 1200 SoC দ্বারা চালিত স্মার্টফোন প্রকাশ করতে চলেছে। মঙ্গলবার ভারত এবং ইউরোপের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট মহাদেব শেঠ ভার্চুয়াল মিডিয়াটেক টেকনোলজি ডাইরি মাধ্যমে এই কথা ঘোষণা করেছেন। কর্তৃপক্ষের তরফে আসন্ন স্মার্টফোনটি নাম প্রকাশ করা না হলেও মনে করা হচ্ছে ভারতের এই বৈশিষ্ট্যটি নিয়ে লঞ্চ করতে পারে Realme GT Neo স্মার্টফোনটি। চলতি বছরের মার্চ মাসে চিনা বাজারে স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। Dimensity 1200 SoC ডিজাইন করা হয়েছে বিশেষত Qualcomm’s Snapdragon 888 প্রতিযোগিতা করবার কারণে।

Realme সিইও মাধব শেঠ ভার্চুয়াল আনুষ্ঠান থেকে উল্লেখ করেন, ভারতের বাজারে প্রথম তাদের সংস্থা Dimensity 1200-powered স্মার্টফোন চালু করছে ভিডিও, ফটোগ্রাফি ক্ষমতা, গেমিং প্রযুক্তি, রিফ্রেশ ডিসপ্লে এবং একটি এআই প্রসেসর সহ স্মার্টফোনটি দ্রুত ব্যবহার করার জন্য ।

Dimensity 1100 এর পাশাপাশি বিশ্বব্যাপী প্রকাশ হওয়া MediaTek Dimensity 1200 SoC আগের থেকে ২২ শতাংশ দ্রুত সিপিইউ কার্যকারিতা সরবরাহ করে বলে উল্লেখ করা হয়েছে। এটি আগের জেনারেশনের SoC তুলনায় ২৫ শতাংশ বেশি শক্তি বহন করে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ARM Mali-G77 MC9 GPU এবং six-core MediaTek APU 3.0 থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

MediaTek Dimensity 1200 SoC সর্বোচ্চ 2.6GHz গতির তিনটি ARM Cortex-A78 সুপার কোর্স দেওয়া হতে পারে, এবং 2GHz গতির চারটি ARM Cortex-A55 এফিশিয়েন্সি কোর্স রয়েছে সেই তালিকায়। পাশাপাশি SoC সর্বাধিক 16GB LPDDR4x RAM এবং UFS 3.1 storage সমর্থণ করে থাকে।

গতমাসে Realme সংস্থার তরফে তাদের নিজ দেশ চীনে MediaTek Dimensity 1200 SoC বৈশিষ্ট্যের Realme GT Neo বাজারে প্রকাশ করেছে। ওপেন চিপসেট ছাড়াও Realme GT Neo স্মার্টফোনটিতে রয়েছে একটি 120Hz AMOLED ডিসপ্লে সঙ্গে 12GB RAM এবং 256GB অনবোর্ড স্টোরেজের ব্যাবস্থা। ক্যামেরার জন্য স্মার্টফোনে দেওয়া হয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ যার মধ্যে যুক্ত ছিল 64-megapixel Sony IMX682 primary sensor এবং ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং এর সুবিধা।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।