ফের শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা কামারহাটির তৃণমূলের প্রার্থী মদন মিত্র। বুধবার তাঁর শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় তাঁকে তৎক্ষণাত এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। এর আগে পঞ্চম দফা ভোটের দিনও অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূল নেতা মদন মিত্র।
পঞ্চম দফায় কামারহাটিতে ভোটগ্রহণ হয়েছিল। ভোটের সময় কামারহাটির বিভিন্ন বুথে ঘুরেছিলেন ওই আসনের তৃণমূল প্রার্থী মদন মিত্র। ভোটের শেষে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাঁকে কামারহাটিতে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে আসা হয়। অক্সিজেন দিতে হয়েছিল তাঁকে। চিকিৎসকও আসেন। তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। বুধবার শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে। কী কারণে তাঁর শ্বাসকষ্ট তা চিকিৎসকরা খতিয়ে দেখছেন।
অন্যদিকে, বৃহস্পতিবার ষষ্ঠ দফা বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রায় এক কোটি ভোটার ৩০৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এদিন ৪৩টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। কোভিড–১৯–এর দ্বিতীয় ওয়েভের মধ্যেই ষষ্ঠ দফা ভোট হবে বলে জানা গিয়েছে। আগের দফার নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটার পর ষষ্ঠ দফা নির্বাচনে সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত কড়াভাবে করা হয়েছে। প্রসঙ্গত, ১০ এপ্রিল চতুর্থ দফা নির্বাচনে কোচবিহারে নির্বাচনী সংক্রান্ত হিংসাত্মক ঘটনায় ১০ জনের মৃত্যু হয়।
নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে ষষ্ঠ দফা ভোট স্বচ্ছ ও নিরপেক্ষভাবে হওয়ার জন্য ১,০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করবে। ভোটদান প্রক্রিয়ার সময় করোনা বিধি কড়াভাবে মেনে চলার নিদান দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজ্যে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯,৮১৯ জন। এই নিয়ে রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬,৭৮,১৭২ এবং একদিনে ৪৬ জনের মৃত্যু হয়েছে, যা মৃতের সংখ্যা নিয়ে গিয়েছে ১০,৬৫২–তে।
করোনায় আক্রান্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল, কোভিড বিধি মেনে বাড়িতেই চলছে চিকিৎসা