হারের ওপর জরিমানার ঘা, আইপিএলে দিল্লির ম্যাচ ভুলতে চাইবেন মুম্বই অধিনায়ক রোহিত

আইপিএল ২০২১-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৬ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচে ৪৪ রানের লড়াকু ইনিংস খেলেও মুম্বইকে জেতাতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা। আরও একবার আশা জাগিয়েও তাড়াহুড়োর কারণে বড় স্কোর মাঠে ফেলে এসেছেন হিটম্যান। তার ওপর মন্থর ওভার রেটের কারণে ১২ জরিমানা যে রোহিতের গায়ে কাঁটার মতো বিঁধবে, তা বলাই যায়।

চলতি আইপিএলে মন্থর ওভার রেটের জন্য এর আগে জরিমানের কবলে পড়েছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি। সে তালিকায় এবার রোহিত শর্মার নাম অন্তর্ভূক্ত হল। অভিযোগ, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে প্রচুর সময় নষ্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে যে সময়ের মধ্যে ম্যাচ শেষ হওয়ার কথা ছিল, তা ছাড়িয়ে যায়। এর দায়ভার রোহিত শর্মার ঘাডে চাপিয়ে, মুম্বই অধিনায়ককে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। দলের বাকি সদস্যদেরও ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

যদিও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের শেষ কয়েক ওভারে রোহিত শর্মাকে ছাড়াই লড়াই করেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা। সেই সময় দলকে নেতৃত্ব দেন কাইরন পোলার্ড। লো-স্কোরিং ম্যাচ শেষ ওভার পর্যন্ত নিয়ে গেলেও, দিল্লির বিরুদ্ধে জয় হাসিল করতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

অন্যদিকে চলতি আইপিএলে রোহিত শর্মার ফর্ম নিয়ে চিন্তায় রয়েছেন ক্রিকেট ফ্যানরা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হিটম্যান যেভাবে শুরু করেছিলেন, তাতে তিনি বড় স্কোর হাঁকাবেন বলে মনে করা হয়েছিল। কিন্তু তিনটি চার ও তিনটি ছক্কা দিয়ে সাজানো রোহিতে ইনিংস ৪৪ রানে শেষ হতেই ক্রিকেট প্রেমীদের সব আশা শেষ হয়। তবে মুম্বই অধিনায়ক ঘুরে দাঁড়াবেন বলে আশা ফ্যানদের।