করোনা আবহে নির্বাচন বঙ্গে, একাধিক আবেদনের পর দুই দফার ভোট এক দফায় করা নিয়ে কোন ইঙ্গিত কমিশনের

করোনা সংক্রমণের কারণে শেষ দুই দফার ভোট এক দফায় করার আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রথমে কমিশন রাজি না হলেও পরে সুর নরম করেছে। সূত্রের খবর কমিশন জানিয়েছে যদি বাহিনী পর্যাপ্ত মেলে তাহলেই দুই দফার ভোট এক দফায় করানো যাবে। যদিও এই নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।

রিফ্রেশ করুন