আইপিএলের মধ্যেই ধোনি পরিবারে করোনার থাবা, রাঁচির হাসপাতালে ভর্তি দুই প্রবীণ সদস্য

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামার আগে চেন্নাই সুপার কিংস শিবিরে এল দুঃসংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাবা ও মা। পরিস্থিতি এমন যে তাঁদের রাঁচির হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই প্রবীণের শারীরিক অবস্থা কেমন, তা অবশ্য জানা যায়নি। ধোনির বাড়ির অন্য সদস্যরা সুস্থ আছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

গত মরসুমের ব্যর্থতা কাটিয়ে এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের শুরুটা বেশ ভালই হয়েছে। ইতিমধ্যেই দুটি ম্যাচ জিতেছে তিন বারের আইপিএল চ্যাম্পিয়নরা। যদিও এখনও শান্ত রয়েছে ধোনির ব্যাট। কিংবদন্তির ক্রিকেটার হিসেবে সিএসকে শিবিরে থাকার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সেসব সমালোচনার বান সামলে এমএস ও তাঁর সতীর্থরা যখন কেকেআরের বিরুদ্ধে যুদ্ধের জন্য কোমর বাঁধছে, তখন অধিনায়কের বাবা ও মায়ের কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার খবরে নড়ে উঠেছে ক্রিকেট মহল।

একদিকে এমএস ধোনি যখন আইপিএল খেলতে ব্যস্ত, তখন রাঁচির বাড়িতে বসেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিএসকে অধিনায়কের বাবা পান সিং ও মা দেবকী দেবী। তাঁদের ওই শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। পরিস্থিতি কতটা গুরুতর এবং এমএস ধোনিকে আইপিএল ফেলে রাঁচি ফিরতে হবে কিনা, তা অবশ্য জানানো হয়নি। তবে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের বাড়ির অন্যান্য সদস্যদের কোভিড ১৯ টেস্ট করা হয়েছে বলে খবর।

২০২০ সালের সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া আইপিএল শেষ হওয়ার পরের ছয় মাস এমএস ধোনিকে আর বাইশ গজে দেখা যায়নি। এই সময়ে তিনি পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি কৃষিকাজে ব্যস্ত থাকেন। যখন সবকিছু আবার ছন্দে ফেরার পরিস্থিতি তৈরি হচ্ছিল, তখন ধোনির পরিবারের সঙ্গে জুড়ে থাকা দুঃসংবাদে নড়ে উঠেছেন ক্রিকেট ফ্যানরা।