যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৭ মহিলা ৮ ভারতীয় বক্সার

ভারতীয় বক্সারদের দাপট দেখল বুধবার। যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলো আট ভারতীয় বক্সার। তাঁদের মধ্যে সাত জনই মহিলা বলে জানানো হয়েছে। পোল্যান্ডে চলতে থাকা বিশ্বমানের প্রতিযোগিতায় ভারতীয় বক্সারদের এই সাফল্যে মুগ্ধ হয়েছেন এ দেশের ক্রীড়া প্রেমী মানুষ।

যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৪৮ কেজি বিভাগের ফাইনালে পৌঁছেছেন ভারতীয় বক্সার গীতিকা। দেশের আরও এক যুব বক্সার বেবিরোজিসানা চানু প্রতিযোগিতার ৫১ কেজি বিভাগের ফাইনালে পৌঁছে গিয়েছেন। মহিলাদের ৬০ এবং ৬৯ কেজি বিভাগের ফাইনালেও পৌঁছেছে ভারত। দুই বিভাগে সোনা জয়ের লড়াইয়ে দেশের ঘোড়া হতে চলেছেন যথাক্রমে ভিনকা ও অরুন্ধতী চৌধুরী। মহিলাদের ৫৭ কেজি বিভাগের ফাইনালে পৌঁছেছেন ভারতীয় বক্সার পুনম। মহিলাদের ৭৫ কেডি বিভাগের সোনার লড়াইয়ে অংশ নেবেন ভারতের সানামাচু চানু।

অন্যদিকে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের মহিলাদের ৮১ কেজি বিভাগের ফাইনালে পৌঁছেছেন ভারতের আলফিয়া পাঠান। পুরুষদের ৫৬ কেজি বিভাগের ফাইনালে পৌঁছেছেন ভারতেরই সচিন। এরা প্রত্যেকেই সেমিফাইনালে নিজ নিজ প্রতিপক্ষের বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করেছেন। সবচেয়ে বড় ৫-০ ব্যবধান প্রতিপক্ষকে পর্যুদস্ত করেছেন গীতিকা, অরুন্ধতী ও পুনম।

করোনা ভাইরাসের আবহে কড়া স্বাস্থ্য ও সুরক্ষা বিধি মেনে পোল্যান্ডে যুব বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের আসর বসানো হয়েছে। সবদিক বিবেচনা করেই প্রতিযোগিতার ফাইনালে পৌঁছনো বক্সারদের এক দিন বিশ্রাম দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সোনা জয়ের লড়াইয়ে নামবেন ভারতের আট বক্সার। প্রত্যেকের কাছ থেকে সোনার পদক আশা করছেন দেশের ক্রীড়া প্রেমীরা।

উল্লেখ্য ২০১৮ সালে হাঙ্গেরিতে হওয়া একই প্রতিযোগিতায় ১০টি পদক জিতেছিল ভারত। এতদিন সেটাই ছিল ওই ইভেন্টে এ দেশের সেরা ফলাফল। তবে এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে বলে মনে করা হচ্ছে। অন্তত সোনা জয়ের নিরিখে এবার সর্বকালের রেকর্ড ভাঙতে পারে ভারত।

ভক্তের ভগবান! রোহিতের কাছ থেকে দিল্লির পেসার পেলেন অমূল্য উপহার, জানুন আবেশের কিছু তথ্য