LIVE

IPL Highlights : পাঞ্জাব বনাম হায়দরাবাদের মাস্ট উইন ম্যাচ, দুই দলের ব্যাটিং শক্তির লড়াই

চলতি আইপিএলে এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে পাঞ্জাব কিংস। অন্যদিকে চলতি টুর্নামেন্টে এখনও খাতা খুলতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। তিন ম্যাচ খেলে কোনও পয়েন্ট পাওয়া ডেভিড ওয়ার্নার শিবির তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে। এই দুই দলই আজ মুখোমুখি সমরে অবতীর্ণ হতে চলেছে। ম্যাচ জিততে মরিয়া দুই পক্ষই। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। ধারেভারে সমান সমান এই যুদ্ধে শেষ হাসি কারা হাসে, তা সময় বলবে। ম্যাচের সব আপডেট জানতে ওয়ানইন্ডিয়া বাংলার সঙ্গে থাকুন।

Newest First Oldest First
3:05 PM, 21 Apr
আজ সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশে দেখা যাবে কেদার যাদব ও কেন উইলিয়ামসনকে।
3:04 PM, 21 Apr
ব্যাটিং সহায়ক উইকেটে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত পাঞ্জাব কিংসের।
2:54 PM, 21 Apr
সানরাইজার্স হায়দরাবাদকে একবার (২০১৬) আইপিএল চ্যাম্পিয়ন করেছেন ডেভিড ওয়ার্নার। অন্যদিকে পাঞ্জাবের অধিনায়ক হিসেবে কেএল রাহুলের ভাঁড়ার শূন্য।
2:52 PM, 21 Apr
চলতি আইপিএলে এখনও পর্যন্ত একটি ম্যাচ জিতেছে পাঞ্জাব কিংস। একটিও ম্যাচ জিততে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ।
2:01 PM, 21 Apr
আর কিছু সময় পরে চিপকে টস করতে নামবেন কেএল রাহুল ও ডেভিড ওয়ার্নার।
2:00 PM, 21 Apr
গত আইপিএলের লিগ পর্বে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচ ১২ রানে জিতেছে পাঞ্জাব। দ্বিতীয় ৬৯ রানে জিতে মধুর প্রতিশোধ নেয় হায়দরাবাদ।
1:06 PM, 21 Apr
চিপকের পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানানো হয়েছে। টসে জিতে আগে ব্যাট করতে চাইবে দলগুলি।
1:05 PM, 21 Apr
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হবে ম্যাচ।
1:04 PM, 21 Apr
আইপিএলে পাঞ্জাবের বিরুদ্ধে হায়দরাবাদের বর্তমান সদস্য হিসেবে সবচেয়ে বেশি উইকেট ভুবনেশ্বর কুমারের (১৮)। হায়দরাবাদের বিরুদ্ধে পাঞ্জাবের বর্তমান সদস্য হিসেবে সবচেয়ে বেশি উইকেট অর্শদীপ সিং (৬)।
1:00 PM, 21 Apr
আইপিএলে পাঞ্জাবের বিরুদ্ধে হায়দরাবাদের বর্তমান সদস্য হিসেবে সবচেয়ে বেশি রান ডেভিড ওয়ার্নারের (৬৬১)। হায়দরাবাদের বিরুদ্ধে পাঞ্জাবের বর্তমান সদস্য হিসেবে সবচেয়ে বেশি রান ক্রিস গেইলের (১৬৭)
12:56 PM, 21 Apr
আইপিএলে ১৬ বার মুখোমুখি পাঞ্জাব ও হায়দরাবাদ। ১১ বার জিতেছে ডেভিড ওয়ার্নার শিবির। ৫ বার জিতেছে কেএল রাহুল শিবির।