ফের নোটবন্দির মতো চরম দুর্দিন ঘনিয়ে আসছে, মোদী সরকারের ভ্যাকসিন নীতিকে তীব্র আক্রমণ রাহুলের

একদিনে যখন গোটা দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণের গতি, অন্যদিকে টিকাকরণের গতি বাড়িয়ে করোনাকে বাগে আনার চেষ্টা করছে কেন্দ্র। কিন্তু তারপরেও মিলছে না সুফল। এদিকে করোনা মোকাবিলায় মোদী সরকারের কৌশল নিয়ে এর আগে একাধিক বার চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন রাহুল। এবার সরাসরি তুলনা করলেন নোটবন্দীর সঙ্গে।

গতকালই করোনার কবলে পড়েন রাহুল

এদিকে গতকালই করোনার কবলে পড়েছেন সোনিয়া পুত্র। আর তারপর থেকেই করোনা প্রসঙ্গে একের পর এক কেন্দ্রের ব্যর্থতা ও অদূরদর্শিতা তুলে ধরে ট্যুইট করে চলেছেন রাহুল। বুধবার কেন্দ্রের ভ্যাকসিন নীতির সঙ্গে নোটবন্দির তুলনা করে রাহুল বলেন, ভ্যাকসিন দেওয়া নিয়ে কেন্দ্র যে রণকৌশল নিয়েছে, তাতে দেশে ফের নোটবন্দির মতো অবস্থাই হবে। মানুষকে আবার লাইনে দাঁড়াতে হবে। আবার চরম দুর্দশার মধ্যে পড়বে আম-আদমি।

ফের নোটবন্দির মতো দুর্দশায় শিকার হবে সাধারণ মানুষ

এদিকে আগামী ১ মে থেকে ১৮ বছর ঊর্ধ্ব সকলকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। করোনার বাড়াবাড়ন্ত ঠেকাতেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু তাতে যে নতুন উদ্বেগ থেকেই যাচ্ছে তা স্বীকার করে নিচ্ছেন সকলে। এদিকে এমনিতেই দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হওয়ার পর থেকে প্রায় রোজই করোনা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

টুইটে কী লিখলেন রাহুল

বুধবার হিন্দিতে টুইট করে রাহুল বলেন, 'কেন্দ্রীয় সরকারের টিকা নীতি নোটবন্দির থেকে কম কিছু নয়। দেশবাসীকে আবার সেই লাইনেই দাঁড়াতে হবে। অর্থ, স্বাস্থ্য, জীবন সব কিছু হারিয়ে ফেলবে এবার সাধারণ মানুষ। আর শেষপর্যন্ত কয়েকজন শিল্পপতি লাভের গুড় খেয়ে চলে যাবেন।' এদিকে রাহুলের এই টুইটের পরেই তীব্র চাপানৌতর শুরু হয় রাজনৈতিক মহলে। যদিও কেন্দ্রের তরফে এখনও এই বক্তব্যের পাল্টা কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

রাহুল গান্ধীর আরোগ্য কামনা মোদী-শাহের

অন্যদিকে গতকাল রাহুল গান্ধী করোনা আক্রান্ত হওয়ার খবর জানানোর কিছুক্ষণের মধ্যেই তাঁর আরোগ্য কামনা করে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷আরোগ্য কামনা করে সৌজন্য ট্যুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রীও। এদিকে কেন্দ্রীয় সরকারের করোনা বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ২,৯৫,০৪১ জন। একদিনে করোনায় মারা গিয়েছেন ২০২৩ জন। যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড।

ষষ্ঠ দফার ভোটে ৪৩ আসনের 'টক্কর'-এ নজর কাড়ছেন মুকুল, জ্যোতিপ্রিয়, রাজ থেকে হেভিওয়েট নেতা-পুত্ররা

Know all about
রাহুল গান্ধী