বৃহস্পতিবার সন্ধ্যে ৮ টা থেকে টানা ৮ দিনের লকডাউন ঘোষিত মহারাষ্ট্রে। এদিন উদ্ধব ঠাকরের সরকারের তরফে এই ঘোষণা করা হয় । এই ৮ দিবের লকডাউন সম্পূর্ণ লকডাউনের আকার নেবে বলে জানানো হয়েছে। 'ব্রেক দ্যা চেন' উদ্যোগের হাত ধরে এমন সিদ্ধান্ত নিয়েছে উদ্ধব সরকার।
উদ্ধব সরকারের তরফে একাধিক বিধি আরোপিত হয়েছে করোনা লকডাউনের হাত ধরে। ২২ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত লাগু হওয়া এই লকডাউনের আওতায় যে বিধিগুলি রয়েছে তা হল-
প্রসঙ্গত, সর্বশেষ লকডাউনে দেশ দেখেছে একাধিক গতিবিধির ওপর সম্পূর্ণ রূপে নিষেধাজ্ঞা। সেক্ষেত্রে গণপরিবহন একটি বড় দিক। সেই জায়গা থেকে এবার মহারাষ্ট্রের লকডাউনে সেভাবে পরিবহনের অত্যাবশ্যকীয় চলাচলের ওপর কোনও বিধি আরোপিত হয়নি। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৫৬৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫৪,৯৮৫ জন। রাজ্যে মোট অ্যাক্টিভ কেস ৬৯৫৭৪৭ জনের দেহে মিলেছে। এদিন মহারাষ্ট্রে একদিনে রেকর্ড সংখ্যক করোনায় মৃতের সংখ্যা উঠে আসে। এদিকে গত ২৪ ঘণ্টায় উদ্ধব ঠাকরের শাসিত রাজ্যে করোনার জেরে ৬৭, ৪৬৮ জন আক্রান্ত হয়েছেন বলে দেখা যায়। এর আগে এরাজ্যে ভয়াবহ পরিস্থিতির জেরে ৫০ হাজার পার করে করোনার দৈনিক গ্রাস। এরপর তা ৭০ হাজারের দিকে এগোতে থাকে। তারই মাঝে দৈনিক মৃতের সংখ্যায় আজ নয়া মাইলস্টোন জারি করে মহারাষ্ট্র।
করোনা পরিস্থিতিতেই এই রাজ্যে নাসিকে অক্সিজেন ট্যাঙ্কারের দুর্ঘটনা যেমন ২৪ টি প্রাণ কেড়েছে। তেমনই রাজ্যে ভয়াবহভাবে বাড়তে থাকে করোনার মৃত্যুর হারও। এদিকে, দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় মুম্বইকে এদিন পিছনে ফেলেছে পুনে। মুম্বইতে যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৭,৬৮৪ জন,সেখানে মহারাষ্ট্রের পুনেতে করোনা আক্রান্তের সংখ্যা ১০,৯০২ জন।