করোনা আক্রান্ত মদন মিত্র , কামারহাটির প্রার্থী প্রবল শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হাসপাতালে

করোনা আক্রান্ত রাজ্যের আরও এক প্রার্থী তথা নেতা মদন মিত্র। এর আগে পঞ্চম দফার ভোট পর্ব মিটতেই সন্ধ্যেবেলা তিনি অসুস্থ হয়ে পড়েব। এরপর আজ বিকেলের দিকে তিনি ফের অসুস্থ হন। শ্বাসকষ্টি নিয়ে ভর্তি হন এসএসকেএমএ। এরপরই জানা যায় যে কামারহাটির তৃণমূল প্রার্থী করোনা আক্রান্ত।

শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন মদন মিত্র

শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, মদন মিত্রের শারীরিক অবস্থা বেশ অবনতির দিকে। তাঁর শরীরে অক্সিজেবের মাত্রা অত্যন্ত কম। রাতারাতি তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হতে পারে বলে জানা গিয়েছে। এর আগে জানা যায় পঞ্চম দফার ভোটের সময় প্রবল শ্বাসকষ্টে পার্টি অফিসেই মদন মিত্রকে নিতে হয় অক্সিজেন। গাড়িতে অবশ্য অক্সিজেন নিজেই ঘুরছিলেন তিনি। কিন্তু শেষ বেলায় এতোটাই অসুস্থ হয়ে পড়েন যে পার্টি অফিসে বসে অক্সিজেন নিতে হয় তাঁকে। এরপর ফের একবার আজ সমস্যা দেখা দেয় মদন মিত্রের শরীরে। তৎক্ষণাৎ এসএসকেএমএ ভর্তি করা হয় তাঁকে।

এর আগে ১৭ এপ্রিল যেদিন মদন মিত্র বিকেলের দিকে প্রথমবার অসুস্থ হন,তখন মনে করা হচ্ছিল যে তিনি সম্ভবত সারাদিন গরমে , রোদ্দুরে ঘুরে অসুস্থ হয়ে পড়েছেন। এরপর ষষ্ঠদফার ভোটের আগে ফের একবার এদিন বিকেলের দিকে শ্বাসকষ্ট শুরু হয় এই দাপুটে নেতার। তারপরই এসএসকে এম-এ ভর্তি করা হয় তাঁকে। জানা গিয়েছে মদন মিত্রের শরীরের বেশ কয়েকটি উপসর্গ চিন্তায় রাখছে চিকিৎসকদের।