অমিত অস্ত্রে ফালাফালা মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএলের বদলার ম্যাচে অ্যাডভান্টেজে দিল্লি ক্যাপিটালস

দীর্ঘদিন পর আইপিএলের অঙ্গনে জ্বলে উঠলেন লেগ স্পিনার অমিত মিশ্র। সেই আগুনে পুড়ল মুম্বইয়ের শক্তিশালী ব্যাটিং বিভাগ। চলতি টুর্নামেন্টে আরও একবার বড় ইনিংসের সম্ভাবনা তৈরি করেও হতাশ করলেন রোহিত শর্মা। শেষবেলায় ইশান কিষাণ খানিকটা ব্যাটে চালালেও তা যথেষ্ট বলে মনে হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স।

আইপিএল ২০২১-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ের এমএ চিদম্বরম বা চিপক স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে বড় রান করে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ানোই লক্ষ্য বলে জানিয়েছিলেন রোহিত শর্মা। পিচ মন্থর হওয়ার সম্ভাবনা থাকায় এবং শিশিরের কারণে রান তাড়া করে ম্যাচ জেতা মুশকিল হবে বলে মনে করেছিলেন মুম্বই অধিনায়ক।

তবে শুরুটা সেই মতো করতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় মুম্বই। ২ রান করে মার্কাস স্টইনিসের বলে আউট হন কুইন্টন ডি কক। তবে এরপর ব্যাট খোলেন অধিনায়ক রোহিত। সাবলীলভাবে ছক্কা ও চার হাঁকাতে থাকেন মুম্বইয়ের অধিনায়ক। অবশ্য মারতে গিয়েই আউট হন হিটম্যান। অমিত মিশ্রের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরন রোহিত (৪৪)। তিনটি চার ও তিনটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। সূর্যকুমার যাদবের সঙ্গে রোহিতের ৫৮ রানের পার্টনারশিপও হয়।

রোহিত আউট হওয়ার আগেই আবেশ খানের শিকার হন সূর্যকুমার। তাঁক ১৫ বলে ২৪ রানের ইনিংস চারটি চার দিয়ে সাজানো। অন্যদিকে আজ ব্যর্থ হন পান্ডিয়া ভাইয়েরা। কোনও রান করেই সাজঘরে ফিরে যান হার্দিক। মাত্র ১ রান করে আউট হন ক্রুণাল। গত ম্যাচের নায়ক কাইরন পোলার্ড আজ ২ রানের বেশি করতে পারেননি।

শেষ বেলায় ব্যাট চালিয়ে মুম্বইকে সম্মানজনক স্কোরের কাছে নিয়ে যান বাঁ-হাতি ইশান কিষাণ। যদিও ২৮ বলে ২৬ রানের বেশি করতে পারেননি বাঁ-হাতি ব্যাটসম্যান। ২২ বলে ২৩ রান করে আউট হন জয়ন্ত যাদব। দিল্লির সেরা আজ সেরা বোলিং করেন অমিত মিশ্র। ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন লেগ স্পিনার। ২ উইকেট নিয়েছেন আবেশ খান। একটি করে উইকেট নিয়েছেন মার্কাস স্টইনিস, কাগিসো রাবাডা ও ললিত যাদব।