করোনা আক্রান্তের সৎকারে সাম্প্রদায়িক সম্প্রতির নজির, হিন্দু ব্যক্তির শেষকৃত্য সারলেন দুই মুসলিম ভাই
গোটা দেশজুড়ে ফের জাঁকিয়ে বসেছে মারণ করোনা। দৈনিক আক্রান্তের সংখ্যা প্রত্যহ প্রায় আড়াই লক্ষের গণ্ডি পার করে ফেলছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এদিকে এই সঙ্কটজনক পরিস্থিতিতেও মানবিকতার নজির গড়লেন তেলেঙ্গানার দুই মুসলিম যুবক। শেষকৃত্য সারলেন এক হিন্দু করোনা আক্রান্ত ব্যক্তির। এমনকী হিন্দুমতে শেষকৃত্যের যাবতীয় আচারবিধিও সারলেন তারা। যা নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

ঘটনাটি ঘটেছে তেলিঙ্গানার পেড্ডা কোডাপগল মন্ডলের কাটপেলি গ্রামে। এদিকে কয়েকদিন আগেই করোনার কবলে পড়েন কাটপেলি গ্রামের বাসিন্দা মোগুলাইয়া। প্রাথমিক ভাবে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করা হলে রিপোর্ট পজেটিভ আসে। এরপরেই ওই আক্রান্তকে চিকিৎসার জন্য ভানসুবাদা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানই সম্প্রতি শেষ নিশ্বাস ত্যাগ করেন ওই ব্যক্তি। এদিকে তাঁর মৃত্যুর পর সংক্রমণের পর ওই ব্যক্তির দেহ নিতে অস্বীকার করে তাঁর পরিবার। এমনকী শেষৃত্যের আচার অনুষ্ঠানেও নারাজ হয় তারা।
অবশেষে এই খবর শোনা মাত্রই ওই গ্রামেরই বাসিন্দা সফি ও আলি। এমনকী কোনোরকম রক্তের সম্পর্ক না থাকলেও, ভিন ধর্মের হওয়া সত্বেও মোগুলাইয়ার শেষকৃত্য হিন্দু মতে করতে রাজি হয় তারা। এদিকে দিন যত গড়াচ্ছে তেলেঙ্গানার করোনা পরিস্থিতিও ভয়াবহ হয়ে উঠেছে। এমনকী গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ হাজারের বেশি মানুষ। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬১ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৪ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৫৬।