দিল্লিতে প্রতি ঘণ্টায় ব্যাপক হারে বাড়ছে কোভিডে আক্রান্তের সংখ্যা, উদ্বেগ বাড়াচ্ছে নয়া পরিসংখ্যান

সোমবার দিল্লিতে ২৪০ জনের মৃত্যুর খবর এসেছে দৈনিক রিপোর্টে। যা করোনার অতিমারী শুরুর সময় থেকে এযাবৎকালে এক নয়া রেকর্ড গড়েছে। এদিকে দিল্লির বুকে একের পর এক বিশিষ্ট ব্যক্তিত্বের করোনা পজিটিভ হওয়ার খবর আসছে। তারই মাধে নয়া পরিসংখ্যান ভয় দেখাতে শুরু করেছে।

আক্রান্ত মুখ্য নির্বাচন কমিশনার সহ দুই আধিকারিক

দিল্লির বুকে একের পর এক করোনা আক্রান্তের খবর উঠে আসতে শুরু করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আক্রান্ত হওয়ার পর দিনই জানা গিয়েছে সদ্য নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্বগ্রহণকারী সুশীল চন্দ্র করোনা পজিটিভ। এছাড়াও নির্বাচন কমিশনার রাজীব কুমারও করোনা পজিটিভ হয়েছেন।

দিল্লির করুণ পরিস্থিতি !

শেষ ৫ দিনের হিসাব ধরলে রাজধানী দিল্লিতে করোনায় ৮২৩ জনের মৃত্যু হয়েছে। শহরে পজিটিভিটি রেট এখন ২৬.১২ শতাংশ। ২৩,৬৮৬ জন আক্রান্তের সংখ্যা নিয়ে দিল্লিতে একের পর এক নাগরিক হু হু করে করোনার গ্রাসে চলে যাচ্ছেন। রবিবার এই পরিসংখ্যান ভয়াবহ দিকে যেতে থাকে। সেখানে দেখা যায় দিল্লিতে করোনা আক্রান্তের পজিটিভিটি রেট ২৯.৭৪ শতাংশ।

দিল্লিতে টেস্টিং কেমন চলছে?

প্রসঙ্গত, যে পরিসংখ্যান উঠে আসছে, তাতে দেখা যাচ্ছে প্রতি ঘণ্টায় দিল্লিতে ১০ জন আক্রান্ত হচ্ছেন করোনায়। দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৮,৭৭,১৪৬ জন। মৃতের সংখ্য়া ১২,৩৬১ জন। এখনও পর্যন্ত দিল্লিতে ৯০, ৬৯৬ জনের টেস্ট হয়েছে, আরটি পিসিআর টেস্ট হয়েছে ৬৮,৭৭৮ জনের। ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে ২১৯১৮ জনের।

লকডাউনের দিল্লি ও হোম আইসোলেশন

প্রসঙ্গত, দেখা যাচ্ছে দিল্লিতে করোনা পজিটিভদের মধ্যে হোম আইসোলেশনের সংখ্যা বাড়ছে। এদিকে, অরবিন্দ কেডরিওয়াল রবিবারই জানিয়েছেন যে শহরে আর মাত্র ১০০ টি আইসিইউ পড়ে রয়েছে। সেই জায়গা থেকে রবিবার ৩৪ হাজার থেকে বেড়ে হোম আইসোলেশনে থাকা নাগরিকদের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ ,৩৩৭ জন। এদিকে ১৩ হাজার ২৫৯ থেকে বেড়ে কন্টেইনমেন্ট জোনের পরিমাণ বেড়েছে ১৫,০৩৯ তে। এই পরিস্থিতিতে দিল্লিতে ১৮,২৩১ টি বেডের মধ্যে করোনা রোগীদের জন্য ৩,০১৬ টি বেড পড়ে রয়েছে আর মাত্র।